ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
সোনারগাঁয়ে মেঘনা নদীতে পুলিশের সাথে নৌ চাঁদাবাজদের গোলাগুলি সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 October, 2025, 9:52 PM

সোনারগাঁয়ে মেঘনা নদীতে পুলিশের সাথে নৌ চাঁদাবাজদের গোলাগুলি সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ৫

সোনারগাঁয়ে মেঘনা নদীতে পুলিশের সাথে নৌ চাঁদাবাজদের গোলাগুলি সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাদাঁবাজীর সময় পুলিশ-চাদাঁবাজদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও টেটাবিদ্ধের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীর বারদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মেঘনা নদীতে দীর্ঘ দিন ধরে পাশ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০/৩০ জনের একটি চাদাঁবাজ বাহিনী বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাদাঁবাজী করে আসছে। মঙ্গলবার সকালে বিভিন্ন নৌযান মেঘনা নদীর নুনেরটেক এলাকায় দিয়ে যাওয়ার সময় বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র টেটা, বল্লম, রামদা নিয়ে নৌযানে চাদাঁ দাবী করে। এ সময় তাদের দাবীকৃত চাদাঁ না দেওয়ায় এসবি  জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। 

পরে খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চাদাঁবাজরা পুলিশের উপর টেটা, বল্লম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তিন পুলিশ সদস্য এএসআই মাকসুদ, কনষ্টেবল সোহাগ ও সাইদুরকে আহত করে। পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে বারেকের ছেলে চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে গ্রেপ্তার করে।

আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতের মধ্যে পুলিশ কনষ্টেবকল সোহাগ ও  বাল্কহেড শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসবি জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের সুকানী মো. শফিকুল ইসলাম জানান, আড়াইহাজার মরিচাকান্দি এলাকা থেকে বালু নিয়ে আমাদের বাল্কহেড ঢাকা যাচ্ছিলাম। নুনেরটেকে আমাদের চাঁদাবাজরা আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ার আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ পথে প্রতিদিন চাদাঁবাজরা চাঁদাবাজি করে। প্রতিদিন তারা নদীতে বিভিন্ন নৌযানের শ্রমিকদের মারধর করে চাঁদা না দেয়ায়।

অভিযুক্ত বারেকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি। পরে তাকে ক্ষুদে বার্তাদিলেও সাড়া পাওয়া যায় নি।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়িঁর ইনচাঁজ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে একটি চাদাঁবাজ চক্র মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাদাঁবাজী করে আসছে। মঙ্গলবার সকালে চাদাঁবাজরা বিভিন্ন বাল্কহেডে চাদাঁ উত্তোলনের বাল্কহেডরে শ্রমিকদের হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ গেলে চাদাঁবাজরা পুলিশের উপর হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় দুই চাদাঁবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status