জনগণের স্বপ্নের খসড়া তারেক রহমানের ৩১ দফা হাতে নিয়ে এগিয়ে চলেছেন বাবুল
নতুন সময় প্রতিনিধি
|
![]() জনগণের স্বপ্নের খসড়া তারেক রহমানের ৩১ দফা হাতে নিয়ে এগিয়ে চলেছেন বাবুল লিফলেট বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন প্রাইম গ্রুপের ওয়াশিং প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল। এতে অংশ নেন জামাল আহমেদ জুয়েল, বরকত উল্লাহ (সভাপতি, ১২ নং ওয়ার্ড মহানগর বিএনপি), ফিরোজ আহমেদ (সহ-সভাপতি, কৃষক দল নারায়ণগঞ্জ মহানগর), কামরুল হাসান (সহ-সভাপতি, কৃষক দল), হাজি কামাল (আহ্বায়ক কমিটির সদস্য, মহানগর বিএনপি), মাহবুব হোসেন খান (১২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি) ও নকিব (বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক) সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে আবু জাফর আহমেদ বাবুল বলেন, বর্তমান সময়ে দেশে যে স্বৈরাচারী শাসনব্যবস্থা চলছে, তা থেকে মুক্তি পেতে হলে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এই দাবি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমান যে ৩১ দফা উত্থাপন করেছেন, তা কোনো দলীয় এজেন্ডা নয়, বরং এটি জনগণের আকাঙ্ক্ষা পূরণের রূপরেখা। আমরা চাই, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সমন্বিত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক। এদিকে, এই কর্মসূচির মাধ্যমে আবু জাফর আহমেদ বাবুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে চাইছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। উল্লেখ্য, প্রাইম গ্রুপ ১৯৮৪ সাল থেকে দেশের তৈরি পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমেরিকা ও ইউরোপের বাজারে মানসম্পন্ন পোশাক রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পরিমণ্ডলে এক সুদৃঢ় অবস্থান তৈরি করেছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |