শেরপুরের নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি বুধবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বুধবার ভোররাতে বারোমারী মিশন রোডের বটতলা মোড়ে গারো আদিবাসি নারী মিতালী ঘাগ্রার সিলসি বস্ত্রালয়ের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী খোরশেদ আলমের ভাই ভাই খাবারের হোটেল, আলহাজ্ব জমশেদ আলীর আল্লাহ সাফি ওষুধের ফার্মেসী, আদিবাসী নারী প্রজাপতি সাংমার কাপড়ের দোকান ও বন্দনা চাম্বুগংয়ের মনোহারী দোকানে ছড়িয়ে পড়ে। নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাকারিয়া ইসলাম জানান একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করব। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |