ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
|
![]() ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সুলতানা আফরুজা আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল মজিদ, এন সি পি প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সাবেক বৈষম্য বিরোধী নেতা নয়ন মিয়া নাহিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার আবুল হোসেন, অফিস সহকারি সিরাজুল ইসলাম। বক্তারা বৈষম্য দূর করে কন্যা শিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা , শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে কন্যা শিশু-বান্ধব মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |