ধর্মপাশা ব্র্যাকের শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ৪৯০জন নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু সেবাপ্রদান
শাহ মোঃ মনির হোসেন, ধর্মপাশা
|
![]() ধর্মপাশা ব্র্যাকের শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ৪৯০জন নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু সেবাপ্রদান ব্র্যাকের অর্থায়নে ও এন এস বি নেত্রকোণা চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় এই চক্ষু সেবা প্রদান করা হয়। ৪৯০ জন নারী-পুরুষের মধ্যে ২৮৭ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে আর ১১০ জনকে অপারেশন জন্য হাসপাতালে প্রেরণ করে বাকি রোগীদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। চক্ষু চিকিৎসায় চিকিৎসক ছিলেন, কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ডাক্তার ইমরান হোসেন রাহাত, নেত্রকোণা এন এস বি চক্ষু হাসপাতালের অপটো মেট্রিস্ট ডাক্তার মোহাম্মদ আবুল হোসেন, মাইনুল ইসলাম, নেত্রকোণা এন এস বি চক্ষু হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম (রিপন) সহকারি ছিলেন, ব্র্যাকের মোঃ হাসমত আলী, মোঃ রফিকুল ইসলাম, হৃদয় কুমার দাস ও ফুল মিয়া। ব্র্যাকের সুনামগঞ্জ জেলা সমন্বয়ক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার নেত্রকোণা-২ (দাবি) পলাশ ঘটক, রিজিওনাল ম্যানেজার নেত্রকোণা-১ (দাবি) মোঃ রফিকুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার নেত্রকোণা (প্রগতি) মোঃ আমিনুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি) ধর্মপাশা এরিয়া উজ্জ্বল কুমার দাস, ধর্মপাশা সদর শাখা ব্যবস্থাপক আবুল কাশেম ও জয়শ্রী বাজার শাখা ব্যবস্থাপক আব্দুল করীম। বিভাগীয় কো-অর্ডিনেটর (ss lead generation) মোঃ আবুসাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ উপস্থিত স্থানীয় ব্যাক্তিগণ বক্তব্য দেন। বক্তাগণ উক্ত শাখার উত্তর উত্তর সফলতা কামনা করেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |