খুলনায় লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
এম রোমানিয়স, খুলনা
|
বাংলাদেশের প্রতিটি জেলার ন্যায় খুলনায় ১৭ অক্টোবর, দেশব্যা ![]() খুলনায় লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে এই প্রথম লালন সাঁইজির অনুষ্ঠানটিকে ‘ক’ শ্রেণীতে যুক্ত করে গেজেটেড ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণীর অনুষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। খুলনায় এই প্রথমবারের মতো সারাদেশের ন্যায় লালন তিরোধান দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য ১৭ই অক্টোবর বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে আলোচনসভা ও সন্ধ্যা সাড়ে ছয়টার পর লালন সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ, ফায়ার সার্ভিস, সেচ্ছাসেবক এর পাশাপাশি মেডিকেল টিম সর্বদা প্রস্তুত থাকবে। দিবসটি ব্যপক প্রচার-প্রচারণার স্বার্থে গণমাধ্যমকর্মীদেরকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার নাজমুস সাকিব, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল আলম টুটুল, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম-সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |