সেনবাগ থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু
মোঃ ইব্রাহিম, সেনবাগ
|
![]() সেনবাগ থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু শনিবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কনষ্টবল মোহন মজুমদার ঘুম থেকে জেগে না ওঠায় অন্যান্য সহকর্মীরা তাকে ডাকতে গিয়ে দেখে তার নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এর পর পরই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ সূত্র জানায়, মোহন মজুমদার ২০১০ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। ২০২৪ সালের বিগত ৫ আগস্টের পর সেনবাগ থানায় যোগদান করেন কনস্টেবল মোহন মজুমদার। তার পিতার নাম লিয়াকত আলী মজুমদার। কুমিল্লার লালমাই উপজেলায় বাগমারা ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে তার বাড়ি। মৃত্যুকালে মোহন মজুমদার স্ত্রী ও তিন কন্যা সন্তানের জনক। খবর পেয়ে জেলা পুলিশের এএসপি বেগমগঞ্জ সার্কেল ইমরান হোসেন খান শনিবার সন্ধ্যায় বলেন, আজ বাদ এশা কনস্টেবল মোহন মজুমদারের সেনবাগ থানায় প্রথম জানাজা শেষ লাশ দাফনের জন্য রাতেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |