ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
বিবাহিত বলে কি অন্য সুন্দরীদের দিকে তাকাব না! স্ত্রী কিছুতেই মেনে নিতে পারছে না, কী করব?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 1:44 PM

বিবাহিত বলে কি অন্য সুন্দরীদের দিকে তাকাব না! স্ত্রী কিছুতেই মেনে নিতে পারছে না, কী করব?

বিবাহিত বলে কি অন্য সুন্দরীদের দিকে তাকাব না! স্ত্রী কিছুতেই মেনে নিতে পারছে না, কী করব?

দাম্পত্যে সুখ অটুট রাখতে স্বামী-স্ত্রীর বিশ্বাসের সেতু মজবুত হওয়া জরুরি। কিন্তু সেই বিশ্বাসেই যদি ঘাটতি থেকে যায়, তাহলে কী সম্পর্কের জার্নি সহজ হবে? এই ব্যক্তির জীবনেও একইরকম ঘটনা ঘটেছে, তিনি কী করবেন? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ।

প্রত্যেক স্বাামীরই তাঁর স্ত্রীর থেকে সামান্য কিছু প্রত্যাশা রয়েছে। আমিও তাঁদের থেকে আলাদা নই। স্ত্রীকে খুবই ভালোবাসি। পরিবর্তে একটু সহানুভূতি আশা করি। কিন্তু পাই কি? তাই হয়তো স্ত্রী আমাকে প্রতি মুহূর্তে সন্দেহ করে। আমি নিজের কথা জানাতে গেলেও সে মন দিয়ে শোনে না। আমি কি সত্য়িই অবিশ্বাস করার মতো কোনও কাজ করছি? কিছু বুঝতে পারছি না। তাই সব কথা বাধ্য হয়ে বিশেষজ্ঞের কাছে লিখে পাঠালাম। অনুগ্রহ করে আমাকে পথ দেখান। (ছবি প্রতীকী)


আমাদের লাভ ম্যারেজ। অনেক বছর আমরা একসঙ্গে রয়েছি। আমার স্ত্রী পরমাসুন্দরী, এমনকী বয়স হলেও শারীরিকভাবে ফিট। তাই ওর দিকে আজও যখন তাকাই, তখন মুগ্ধ হয়ে যাই। ওর দিক থেকে যেন চোখ ফেরাতেই পারি না। কিন্তু আমার স্ত্রী হয়তো সেই কথাটি বোঝে না। আমি যে ওকে খুবই ভালোবাসি, সে কথা বুঝতেই চায় না। তাই তো আমিও হতাশ বোধ করি।

আমরা শারীরিকভাবে ফিট থাকতে নিয়মিত শরীরচর্চা করি। জিমে যাই। সেখানেও স্ত্রীই আমার একমাত্র সঙ্গী। তবে রাস্তাঘাটে বেরোলে বা জিমে গেলে অন্য মহিলাদের দিকে আমি তাকাই। আর অন্য সুন্দরীদের দেখতে আমার মন্দ লাগে না। আমি বিষয়টি উপভোগ করি।

আমার স্ত্রীর এই বিষয়টি নিয়ে খুব সমস্যা। আমাকে বারবার এই বিষয় নিয়ে প্রশ্ন করে। অন্য় মহিলাদের সঙ্গে নিজের তুলনা করতে শুরু করে! আমার বিষয়টি ভালো লাগে না। স্ত্রী আমার প্রাণ, তার সঙ্গে কি অন্য় মহিলাদের তুলনা হয়? ও শুধু শুধুই নিরাপত্তাহীনতায় ভুগছে, এখন ওকে কী ভাবে বোঝাব? তাহলে কি আমি সত্যিই ভুল করছি? অনুগ্রহ করে আমাকে সঠিক পথ দেখিয়ে সাহায্য করুন।


​পরামর্শ দিচ্ছেন মনরোগ বিশেষজ্ঞ, ডাঃ শাসা রৈখী- আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তবে এই পরিস্থিতি ঠিক করার জন্যে যে আপনাকেই উপযুক্ত পদক্ষেপ করতে হবে, আর তার জন্যে মনের জোর থাকাও জরুরি।

আপনি হয়তো অন্য মহিলাদের দিকে তাকাতে ভালোবাসেন। কিন্তু আপনার মনে যদি আর কোনও উদ্দেশ্য না থাকে, তাহলে এই নিয়ে চিন্তার কিছু নেই। কারণ কম বেশি সকলেই এই কাজটি করেন।

আপনার সঙ্গী এই বিষয়টি মেনে নিতে পারছেন না। তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এই সমস্যা সমাধান করতে প্রথমেই স্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলুন। তাঁর মনের কথাগুলিও শুনুন। তবে সেই সময়ে কোনও অভিযোগ করবেন না। বরং ভালোভাবে কথা বলুন। একমাত্র আলোচনার সাহায্য়েই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status