স্ত্রীকে চোখে হারাই, কিন্তু ও এক অন্য পুরুষের সঙ্গে আনন্দে ফ্লার্ট করছে, বারণ করলেও শোনে না
নতুন সময় ডেস্ক
|
দাম্পত্যের ভিত মজবুত হয় বিশ্বাসে। কিন্তু সেখানেই যদি কোনও সমস্যা থেকে যায়, তাহলে তো সম্পর্কে চিড় ধরবেই! আর এই ব্যক্তির জীবনেও তাই ঘটেছে। তাঁর স্ত্রীর সঙ্গে দিন দিন বাড়ছে দূরত্ব। এখন তিনি কী করবেন? জেনে নিন কী পরামর্শ দিলেন বিশেষজ্ঞ। প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হল। দাম্পত্যে সুখের সন্ধান করতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়া থাকা যে বেশ জরুরি, সে কথা আজ আমি খুবই ভালো বুঝি। কিন্তু আমার স্ত্রী সে কথা বোঝে কিনা জানি না। তাই তো আমাদের মধ্য়ে ইদানিং বেশ সমস্যা শুরু হয়েছে। আমারও আর কিছুই ভালো লাগছে না। সংসারের থেকেও মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করছে। এখন আমি কী করব? এই প্রশ্নটাই বারবার নিজেকে করেছি। কিন্তু উত্তর খুঁজে পাইনি। তাই বাধ্য হয়ে সব কথা বিশেষজ্ঞের কাছে লিখে পাঠালাম। অনুগ্রহ করে আমাকে পথ দেখান। আমার স্ত্রীকে আমি খুবই ভালোবাসি। ওকে ছাড়া জীবনের এক মুহূর্তও কল্পনা করতে পারি না। তাই বিয়ের পরে এই এক বছর আমার জীবনে সবথেকে দামি সময়। ভালোই দিন কাটছিল। কিন্তু একটা ঘটনায় জীবনটা পুরো বদলে গেল। এখন আমার সঙ্গে স্ত্রীর সমস্যা লেগেই থাকে। কিছুতেই সুখের তল পাই না। ও কয়েক মাস আগে নার্সিং ইনস্টিটিউটে যোগ দেয়। সেখানে সে পড়াশোনা করে। আর এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পরেই ওর আলাপ হয় অন্য একটি ছেলের সঙ্গে। আমি সম্প্রতি স্ত্রীর ফোন চেক করে জানতে পারি যে, ওরা সারাদিন মেসেজে কথা বলে। এমনকী ফোনেও ওদের কথা হয়! আর সেই ব্যক্তির পাঠানো কিছু মেসেজ আমার একদম ভালো লাগেনি। আমার মনে হয়েছে, সে আমার স্ত্রীকে ফ্লার্ট করছে। আমি আমার স্ত্রীকে সঙ্গে সঙ্গে সেই কথা জানাই। আমি এই বিষয়টি যে মেনে নিতে পারব না, সে কথাও খুলে বলি। ও আমার কথাটি বোঝে এবং সেই ছেলেটিকে ব্লক করে দেয়। আমিও ভাবি যে, ওদের মধ্য়ে আর কোনও যোগাযোগ নেই। কিন্তু কয়েক সপ্তাহ যেতেই বুঝি, আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। ওরা তো এখনও কথা বলে। আর আমার স্ত্রী সম্পূর্ণ বিষয়টিই আমার থেকে গোপন করেছে। আমি ওকে বারবার একই কথা বলতে পারব না। তাহলে আমি কী করব? অনুগ্রহ করে আমাকে পথ দেখান। পরামর্শ দিচ্ছেন কামনা চিব্বার- আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। এমন পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়াই স্বাভাবিক। কিন্তু আপনাকে যে সতর্ক হতেই হবে। নিজের দিকেও নজর ফেরাতে হবে। নাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এই সময়ে স্ত্রীর সঙ্গে সঠিক উপায়ে কমিউনিকেট করুন। যদিও এই সময়ে ঠিকঠাক কমিউনিকেশন খুবই কঠিন, তবে সামান্য ধৈর্য রাখলেই সব কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন আপনারা। আপনার স্ত্রীর মনোভাবটাও একবার শুনুন। কেন তিনি এমন কাজ করছেন, কী ভেবেছেন, সেসব জানা সত্যিই জরুরি। তাই স্ত্রীর কথাগুলি জানুন। একইসঙ্গে আপনার মনের কথাও তাঁকে জানান। আপনি যে কতটা কষ্ট পাচ্ছেন, তা তাঁকে বুঝিয়ে বলুন। অন্য দিকে আপনার কাছের বন্ধু এবং আত্মীয়ের সঙ্গে বিষয়টি শেয়ার করতে পারেন। হয়তো এতে আপনার মানসিক শান্তি আসবে। তারপরেও যদি সমস্য়ার সমাধান না হয়, তাহলে একজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন। তিনি আপনাকে সঠিক পথ দেখিয়ে সাহায্য করবেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |