ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
বাংলাদেশে আধিপত্য বিস্তারে ভারতের ১২ সিস্টেম!
গোলাম মহিউদ্দিন ফারুক স্বপন
প্রকাশ: Monday, 4 November, 2024, 9:35 PM

বাংলাদেশে আধিপত্য বিস্তারে ভারতের ১২ সিস্টেম!

বাংলাদেশে আধিপত্য বিস্তারে ভারতের ১২ সিস্টেম!

স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার তার অগণিত নেতা কর্মীদের রেখে স্বার্থপরের মতো পলায়নের পর বাংলাদেশে ভারতীয় সিস্টেম ভাটা। এনিয়ে চিন্তায় অস্থির মোদি সরকার। । দৌড়ঝাপে আছেন জংশংকর ওঅজিত দোভাল। সিস্টেম রিপেয়ার করতে প্রেসার দিচ্ছে আরএসএস,বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল সহ আরও অনেক কট্টর হিন্দুত্ববাদী দল। 

শেখ হাসিনা এতোদিন যাদেরকে সার্ভিস দিয়েছে তাদেরকেই এখন শেখ হাসিনার সিস্টেম পুনরুদ্ধার করতে কাজ করতে হবে বলে মনে করে ভারতীয় থিংক ট্যাংকরা।

ভারত শেখ হাসিনাকে যতটা চায় তার চেয়ে বেশি চায় তার সাজানো সিস্টেম। আলোচনায় এসেছে একডজন সিস্টম। য়ার মধ্যে রয়েছে -

১। বাংলাদেশকে স্থলে ও রেলে ভারতকে করিডোর প্রদান।

২। সমূদ্র বন্দর আবাধে ব্যবহার। 

৩। বাংলাদেশে কোন বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। সব ভারতীয় কোম্পানীর কাছ থেকে কিনতে হবে।
 
৪। দেশের প্রাকৃতিক খনিজ সম্পদ যেমন গ্যাস, প্রাকৃতিক মৎস সম্পদ ইলিশ ভারতের কাছে কম মূল্যে বিক্রির সম্মতি।

৫। বাংলাদেশের সেনাবাহিনী ও বিজিবিকে দূর্বল রাখতে হবে। 

৬। সেনাবাহিনী প্রয়োজনীয় সকল অস্ত্র ভারতের কাছ থেকে অধিক মূল্যে ক্রয় এবং ভারতের কাছ থেকে ট্রেনিং গ্রহন।

৭। ভারতীয়দের এদেশে অবাধে চাকরীর নিশ্চয়তা। 

৮। ভারতীয়দের বাংলাদেশে চাকরি দেওয়ার পর বাকি যেগুলো চাকরী অবশিষ্ট থাকবে সেগুলো সংখ্যালুঘু হিন্দুদের প্রদান।  

৯। পাকিস্তান ও চীনের সাথে পররাষ্ট্র নীতির  ক্ষেত্রে ভারতকে প্রাধান্য দেওয়া। 

১০। রংপুর ও চট্টগ্রাম বিভাগে  হিন্দু অধ্যুষিত অঞ্চল প্রতিষ্ঠা। 

১১। ২০৪৭ সালে ভারতের একশ বছর পূর্তির পূর্বে অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়ন। 

১২। ১৯৪৭ সালে ভারতের  হারানো ভূমি পুনরুদ্ধার। 

জানাগেছে এই ১২দফা সিস্টেম বাস্তবায়নে ভার ভারত বদ্ধপরিকর। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ভারত অনেক গুলো সিস্টেম  সফলতার সাথে প্রতিস্থাপন করতে সমর্থ হয়। অনেকের কাছে বিষয়গুলো  কাল্পনিক মনে হলেও রাশিয়ার ক্রিমিয়া দখল, ইউক্রেন আক্রমণ, ইসরাইলের গাজা অবরোধ, লেবানন আক্রমণ থেকে আমাদের শিক্ষা নেয়া জরুরী।

দেশ প্রেমিক জাতীয়তাবাদীকে  শক্তিকে এব্যাপারে সজাগ থাকার বিকল্প নেই।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status