ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
নোয়াখালীতে হত্যা মামলার আসামি রাজধানীতে গ্রেফতার
শাহাদাত হোসেন, নোয়াখালী
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 12:19 AM

নোয়াখালীতে হত্যা মামলার আসামি রাজধানীতে গ্রেফতার

নোয়াখালীতে হত্যা মামলার আসামি রাজধানীতে গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক এজাহার নামীয় ১ নং প্রধান আসামি আব্দুর রাজ্জাককে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২৪ নভেম্বর) রাত ৭টায় ঢাকার ভাটারা থানা পুলিশসহ স্থানীয় জনতা তাকে আটক করে।সোমবার  সকালে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। 

রাজ্জাক ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে ৩নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যা ঘটনায় এখন পর্যন্ত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক (৬৫)সহ ১৪জন কারাগারে আটক রয়েছে।

পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌ আল-ফারুক, সার্বিক দিক নির্দেশনায়, জনাব মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এর তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা, ডিএমপি, ঢাকার সহায়তায় কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২, তারিখ-০২/০৯/২০২৪খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০২/১১৪ পেনাল কোড এর  এজাহার নামীয় অন্যতম ১ নং  আসামী (সাবেক চেয়ারম্যান) আবদুর রাজ্জাক(কানা রাজ্জাক)(৪৮), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-চর এলাহী, ৩নং ওয়ার্ড, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করেন।

 উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সিডিএমএস পর্যালোচনা করিয়া আসামীর বিরুদ্ধে মামলা পাওয়া  যায়, যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status