ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
লক্ষ টাকা লোনের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক জড়ো করার চেষ্টা
মোঃ এমরান হোসেন, কমলনগর
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 12:14 AM

লক্ষ টাকা লোনের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক জড়ো করার চেষ্টা

লক্ষ টাকা লোনের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক জড়ো করার চেষ্টা

লক্ষ টাকার লোনের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক জড়ো করার চেষ্টা। রামগতি কমল নগরে যাত্রীবাহী ১২ বাস আটকে দিল স্থানীয়রা 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋন। শর্ত অনুযায়ী এ ঋন পেতে যোগ দিতে হবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একটি সমাবেশে। এমন গুজব ছড়িয়ে পড়ে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলার বিভিন্ন গ্রামে।

সমাবেশে যোগ দিতে রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক'শ নারী পুরুষ নিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করে একটি চক্র। এসময় বাস ও মাইক্রোবাস নিয়ে উপজেলার করইতলা বাজার অতিক্রম করার সময় কয়েকটি মাইক্রোবাস ও চারটি বড় যাত্রীবাহী বাস আটক করে স্থানীয় উৎসুক জনতা। একই সময় মুন্সিগঞ্জ ও ফজুমিয়ারহাট থেকেও কয়েকটি মাইক্রো আটক করে স্থানীয় জনতা। এছাড়া রামগতি উপজেলার আজাদ নগর এলাকা থেকে দুটি বাস আটকের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে ১২ টি গাড়ী আটকের খবর নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। এসময় এ কাজে জড়িত চক্রের সদস্যরা সটকে পড়েন। সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন। বর্তমানে গাড়িগুলো আটক রয়েছে। সাধারণ মানুষ বাসায় ফিরে গেছেন। তবে এ কর্মকাণ্ডের সাথে জড়িতদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় জেসমিন আক্তার নামে এক নারী জানান, আজ (২৫ নভেম্বর সোমবার) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবনা দেওয়া হবে। ওই টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেক আবেদনকারীকে ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋন দেওয়া হবে। তাছাড়া দেশের ৬৪ জেলা থেকেই লোকজন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিবেন বলে জানান তিনি। হারন অর রশিদ নামে এক ব্যক্তির সাথে মোবাইল ফোনে কথা বলে তিনি এলাকার মানুষের কাছে ফরম বিক্রি ও ঢাকায় যেতে উদ্ভুদ্ধ করেছেন বলেও জানান তিনি।

শিল্পী আক্তার নামে এক নারী জানান, ১০ টাকার বিনিময়ে জেসমিন আক্তার তাকে ১ লক্ষ টাকা ঋন দিবেন বলে আবেদন ফরম পূরণ করিয়েছে। পরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিলে ঋন চুড়ান্ত হবে বলে জানান। এতে ঢাকায় যাওয়া-আসা গাড়ি ভাড়া হিসেবে জেসমিন তার থেকে নগদ ১ হাজার টাকা নিয়েছেন বলেও জানান তিনি। এছাড়া চক্রটি তার মতো অন্তত পাঁচশতাধিক মানুষের থেকে একহাজার টাকা করে হাতিয়ে নেন।

জানা গেছে, ঋণ নিতে আগ্রহীদের প্রতারকরা ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনে উপস্থিত হতে উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে এক হাজার টাকা। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন আশ্বাসে সাধারণ মানুষ ঢাকামুখী হচ্ছেন।

স্থানীয় জামায়াত নেতা সৈয়দ আনোয়ার হোসেন জানান, অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি একটি ষড়যন্ত্র মনে করছেন তিনি। যে কারণে গাড়িগুলো আটক করে পুলিশকে খবর দিয়েছেন। প্রশাসন সঠিক বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা করছেন তিনি।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের ফোনে গাড়ি আটকের বিষয়টি অবগত হয়েছি। এঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে। গুজবকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status