তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরন
মোস্তাক আহমেদ ,পঞ্চগড়
|
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় , উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সহায়তার লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকেদের মাঝে কৃষি উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি। ২৫ নভেম্বর ২০২৪ সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতা ২০২৪ -২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৭ টি ইউনিয়নের মোট ১৫ টি দলে বিভক্ত করে প্রতি দলে ৫ জন করে মোট ১৫০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি করে সরিষার বীজ ১০ কেজি ডেপ সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । পর্যায় ক্রমে উক্ত প্রণোদনা উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন কৃষি অফিস, তেঁতুলিয়া । উক্ত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির , সেবক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন, উপ সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষন অফিসার মোতালেব হোসেন সহ উপকারভোগী কৃষক, কৃষি উদ্যোক্তা , ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |