ইসরাইলের হামলার জেরে ইরানের সব ফ্লাইট বাতিল
নতুন সময় ডেস্ক
|
শনিবার ভোরে ইরানের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল। ৭ মাসের কম সময়ের মধ্যে দুই দেশের মধ্যে এটি দ্বিতীয়বার পাল্টাপাল্টি হামলার ঘটনা। তবে এ হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে টাইমস অব ইসরাইল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের হামলার জেরে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে ইরান। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়। যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়। এরপর থেকেই ‘মোক্ষম জবাব’ দিতে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়ে এসেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |