ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
সাংবাদিকদের সাথে বিএনপির নেতার মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 October, 2024, 7:52 PM

সাংবাদিকদের সাথে বিএনপির নেতার মতবিনিময়

সাংবাদিকদের সাথে বিএনপির নেতার মতবিনিময়

দিনাজপুর বিরল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে  দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মোঃ মোজাহারুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

আজ ২১ অক্টোবর ( সোমবার) বিকালে ৫ আগষ্টের গন অভ্যুত্থানের পর ক্ষতিগ্রস্থ বিরল প্রেস ক্লাব পরিদর্শন ও মত বিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপি'র সহসভাপতি মোঃ মোজাহারুল ইসলাম বিরল প্রেসক্লাবের ধ্বংসস্তুপ দেখে দুঃখ প্রকাশ করে বলেন, এটা যে সংবাদ প্রচারের জায়গা ছিল ধ্বংসস্তুপ দেখে তা মনে হচ্ছে না। বিগত সময়ে এটি যারা পরিচালনা করেছিল তাদের আচরণের কারণেই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এই ধ্বংসস্তুপ। প্রেসক্লাবের নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন সাংবাদিকদের কোন কর্মকান্ডে আর কখনো এমন ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে। তিনি আরো বলেন বিএনপি জামাত আওয়ামী লীগ যারাই হোক না কেন সত্য সংবাদ টা যেন তুলে ধরা হয়। বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষই সকাল হলেই খবরের খোঁজে পেপার পত্রিকা খুঁজতো। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার আমলে মানুষ আগ্রহই হারিয়ে ফেলেছিলো পত্র পিত্রকার সংবাদ থেকে। তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সত্য সংবাদ তুলে ধরে আগামীতে যেন সংবাদের প্রতি মানুষের আগ্রহ এবং আস্থা ফিরে সংবাদ পড়ে যেন আত্মতৃপ্তি পায়। আর সেই ভুমিকার অগ্রনী ভূমিকা যেন এই বিরল প্রেস ক্লাব রাখে। প্রেসক্লাব শুধু সাংবাদিকদের নয় ব্যবসায়ী রাজনীতিবিদ সার্বজনীন একটি প্রতিষ্ঠান। যেখান থেকে সমাজের সকল প্রকার সঙ্গতি অসঙ্গতি তুলে ধরা হয়। সর্বস্তরের মানুষের আশ্রয়স্থল হল এই প্রেসক্লাব। বক্তব্যের শেষে তিনি সমাজের বিত্তবান রাজনীতিবিদসহ সকলের প্রতি এই প্রেসক্লাবটি সংস্কারের জন্য সহযোগিতার উদাত্ত্ব আহবান জানান। এ সময় তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতার কথা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় সভাপত্ত্বি করেন প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান ও সঞ্চালনা করেন সদস্য সচিব তাজুল ইসলাম।


এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হাকিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইমরান প্রধান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মাহফিজুর রহমান, উপজেলা তাঁতীদলের সদস্য মাসুদ প্রমূখ সহ অনেকে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status