ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
কুষ্টিয়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 October, 2024, 9:17 PM

কুষ্টিয়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় ২ আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার ছাতারপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। তারা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে। আহতরাও একই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ছাতারপাড়া বাজারে আওয়ামী লীগের বেশকিছু কর্মী দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় স্থানীয় ১০-১৫ জন বিএনপি কর্মী দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ৫ জন কর্মী আহত হয়।

পরে স্থানীয়রা আওয়ামী লীগ কর্মীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদ ও নজরুল ইসলামকে মৃত ঘোষণা করে। আহত জামাল হোসেন, হাসমত আলী ও আকবর হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ বলছে, দৌলতপুরে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন তারা। জড়িতদের ধরতে অভিযানও শুরু করেছে পুলিশ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status