ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ডা দেশ
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Wednesday, 30 October, 2024, 8:45 PM

নাটোরে স্ত্রী  হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ডা দেশ

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ডা দেশ

আজ ৩০ অক্টোবর বুধবার সকাল ১১ ঘটিকা, শাহ জামাল নামে এক যুবককে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে রায় দেন নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ  আব্দুর রহিম। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ জামাল গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের মোঃ তসলিম উদ্দিন এর ছেলে।  

মামলার এজাহার সূত্রে জানা যায় যে ২০০৯ সালে গুরুদাসপুর উপজেলা দুর্গাপুর বাবলাতলা উদ্দিনের ছেলে শাহজামান এলাকার নজরুল  ইসলামের মেয়ে শিউলী খাতুন কে ভালোবেসে বিয়ে করে।  বিয়ের পর শশুর নজরুল ইসলাম বিয়েটি  মেনে না নিলেও পরে ২০ হাজার টাকা যৌতুকের দেওয়ার শর্তে বউকে ঘরে তোলে। শিউলির বাবা নজরুল ইসলাম ১৫০০ টাকা পরিশোধ করে এবং ৫ হাজার টাকা পরিশোধ করতে না পারার কারণে স্বামী সহ শশুর বাড়ির লোকজন প্রায় তাকে নির্যাতন করতো। 

উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২০১১ সালের ১লা জানুয়ারী গভীর রাতে স্বামী শাহ জামাল স্ত্রী শিউলিকে শ্বাস রোধ করে হত্যা করে। পরদিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে স্বামী শাহ জামাল, শশুর তসলিম উদ্দিন ও শাশুড়ী সামনুর বেগমকে গুরুদাসপুর থানায় একটি হত্যা  মামলা দায়ের করে। 
দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ নয় বছর পর আসামি শাহজালালকে মৃত্যুদণ্ড প্রদান করেন ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।  এই জরিমানার টাকা বিজ্ঞ আদালত শিউলি বেগমের মা-বাবাকে  প্রদান করার জন্য আদেশ প্রদান করেন।  ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায়  আসামীর বাবা মাকে বেকসুর খালাস প্রদান করেন।  
বাদী পক্ষের আইনজীবি রায়ে সন্তোষ প্রকাশ করে  বলেন, তার মক্কেল ন্যায় বিচার পেয়েছে।  অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী এই মুহুর্তে  কোন মন্তব্য করতে রাজি হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status