পুতুল নয় ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় সরকার
নতুন সময় ডেস্ক
|
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার। তার পরিবর্তে যাতে সরাসরি বাংলাদেশ সরকার যোগাযোগ করতে পারে, সে জন্য ডব্লিউএইচওকে চিঠি দিয়েছে সরকার। চিঠিতে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি অভিযোগে মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে। বুধবার ৩০ অক্টোবর, রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অপূর্ব জাহাঙ্গীন বলেন, বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাতে দ্রুত পদক্ষেপ নেয়, সেটা সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তিন সদস্য সায়মা ওয়াজেদ পুতুল গত বছর ১ নভেম্বর পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। গত ১ ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। সায়মা ওয়াজেদ পুতুল ডব্লিউেএইচও’র নয়াদিল্লি কার্যালয়ে অফিস করেন। গত ৫ আগষ্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার ও তার পরিবারের সদস্যদের নামে অনেক মামলা হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুলের নামেও বেশ কয়েকটি মামলা হয়েছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |