নাটোরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাত গ্রেফতার
মোঃ রাসেল, নাটোর
|
পুলিশ সুপার, নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নাটোর জেলা ডিবি'র টিম চেকপোষ্ট ডিউটি পরিচালনা কালে ২৯ অক্টোবর ২০২৪ তারিখ নাটোর জেলার নাটোর থানাধীন এলাকায় রাত্রীকালীন চেকপোস্ট পরিচালনাকালে নাটোর থানাধীন তেবাড়িয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামস্থ ঢাকা-রাজশাহী মহাসড়কে নির্মানাধীন শান্তি ফিলিং স্টেশনের উত্তর পার্শ্বে পাকা রাস্তায় কতিপয় ডাকাত মহাসড়কে ডাকাতি করার জন্য ডাকাতির প্রস্তুতি গ্রহন করে সমবেত হলে ঘটনাস্থল হতে ধৃত আসামী ১। মোঃ জাহিদ হাসান @ বিপ্লব@ শাহিন (৩২), সাং-বাদুরিয়া, ইউসুবপুর ইউনিয়ন, ০৮নং ওয়ার্ড, থানা-চারঘাট, জেলা-রাজশাহী, ২। মোঃ সোহেল রানা@রানা@রাজিব(২৭), সাং-শ্যামপুর গোয়ালপাড়া, ০৬নং ওয়ার্ড কাটাখালী, ৩। মোঃ আনোয়ার হোসেন@ আনারুল (৪২), সাং-কাকাইল কাটি, উভয় থানা-কাটাখালী, আরএমপি, রাজশাহীকে গ্রেফতার করে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |