ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
কমলনগরে আড়াই হাজার লিটার শেওলাযুক্ত পানি জব্দ
মোঃ এমরান হোসেন,কমলনগর
প্রকাশ: Wednesday, 30 October, 2024, 5:50 PM

কমলনগরে আড়াই হাজার লিটার শেওলাযুক্ত পানি জব্দ

কমলনগরে আড়াই হাজার লিটার শেওলাযুক্ত পানি জব্দ

লক্ষ্মীপুরের কমলনগরে শেওলাযুক্ত ২ হাজার পাঁচশ লিটার মেয়াদহীন ও পান করার অনুপযোগী নিষিদ্ধ পানি জব্দ করেছে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রিয়াজ।বুধবার উপজেলা হাজিরহাট বাজারে বিক্রির সময় হাতেনাতে জব্দ করে। পরে মানুষের অভিযোগের সাথে একাত্বতার প্রমানের ভিত্তিতে জনসম্মুখে ফেলে ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত "তাজ ড্রিংকিং ওয়াটার" পানির মালিক মোঃ জামাল হোসেন মানিক। রামগতি রামদয়াল বাজারের একটি কারখানায় এ পানি উৎপাদন বলে জানা গেছে।বাজারের ভুক্তভোগীরা জানান, প্লাস্টিকের প্রতিটি পানির পাত্রে ৩০ লিটার পানি বিক্রি করে। 

এপাত্রগুলো একাধিক বার ব্যবহার করা হয়। পাত্রের গায়ে উৎপাদিত পানির উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের কোন তারিখ নেই। প্লাস্টিকের এজাতীয় বোতলগুলো ব্যবহারও নিষিদ্ধ। তাজ ড্রিংকিং ওয়াটার নামে শেওলাযুক্ত পানি বিক্রির মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

কমলনগর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রিয়াজ বলেন, চলমান সময়ে বাজারের বিভিন্ন পন্যের মেয়াদ যাচাই- বাছাই চলছে। তাজ ড্রিংকিং ওয়াটার পিকআপেনভ্যানে করে বিভিন্ন দোকানে বিক্রি করছে। তিনি আরও বলেন, ইতিপূর্বে পানির মালিককে একাধিক বার সতর্ক করার পরও তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজারে বিক্রির সময়ে জব্দ করে পরে ধ্বংস করা হয় মেয়াদহীন ওই পানি। বাজারে বিভিন্ন পন্যের বিভিন্ন বিষয়ে সতর্ক ও সুপরামর্শ কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে।এছাড়া মেয়াদ ও উৎপাদনহীন এই পানি ল্যাব টেস্ট করে পরবর্তীতে মামলার কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status