দেশের বাজারে রয়্যাল এনফিল্ড: দাম কত, কীভাবে কিনবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 October, 2024, 7:20 PM
বেশ আলোচনার জন্ম দিয়ে দেশের বাজারে আজ এসেছে জনপ্রিয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড-এর মোটরসাইকেল। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে রয়্যাল এনফিল্ড-এর ৩৫০সিসি’র চারটি মডেলের মোটরসাইকেল উন্মোচন করা হয়।
দেশের বাজারে রয়্যাল এনফিল্ড হান্টার, ক্লাসিক, মিটিওর ও বুলেট এই চার মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। এরমধ্যে রয়্যাল এনফিল্ড হান্টারের দাম ৩ লাখ ৪০ হাজার টাকা, ক্লাসিকের দাম ৪ লাখ ৫ হাজার টাকা, বুলেটের দাম ৪ লাখ ১০ হাজার টাকা এবং মিটিওরের দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা।
অনুষ্ঠানে বলা হয়েছে, এগুলো মূলত মডেলভেদে মোটরসাইকেলগুলোর প্রারম্ভিক দাম। বিভিন্ন রং ও বিভিন্ন ফিচার অনুযায়ী দাম বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বলা হয়েছে, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে প্রি-বুকিং। ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে প্রি বুক করা যাবে মোটরসাইকেল। পাশাপাশি শো-রুমে উপস্থিত হয়েও প্রি-বুক করা যাবে।
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেড।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ সরকার দেশের সড়কে ৩৭৫ সিসি’র মোটরসাইকেল চালানোর অনুমোদন দেয়। এরপর গত নভেম্বরেই দেশের বাজারে আসে বাজাজের এন২৫০ মডেলটি- যার দাম ৩ লাখ ৪০ হাজার টাকা। চলতি বছরের জুন পর্যন্ত এই মডেলের ৭৩০টিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে।
এছাড়া প্রায় ৪ লাখ টাকা মূল্যের হিরো’র কারিজমা এক্সএমআর (২১০ সিসি) মডেলটিরও প্রায় ৭০০ ইউনিট বিক্রি হয়েছে দেশের বাজারে।