ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
গাজীপুরে পৃথক অভিযানে ৪১৫ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ গ্রেফতার-২
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 14 October, 2024, 3:53 PM

গাজীপুরে পৃথক অভিযানে ৪১৫ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ গ্রেফতার-২

গাজীপুরে পৃথক অভিযানে ৪১৫ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ গ্রেফতার-২

গাজীপুরে পৃথক দুই অভিযানে ৪১৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সদস্যরা। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান ও সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ তাদের গ্রেফতার করে র‍্যাব-১ এর সদস্যরা।

গ্রেফতাররা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী গ্রামের মৃত- মুজিবর রহমানের ছেলে সাহাবুদ্দিন সরদার (৬০), অপরজন নীলফামারী জেলার ডিমলা থানার বাবুরহাট এলাকার মৃত হায়দার আলীর ছেলে নাসির ইসলাম (২৬)।

এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রবিবার রাতে র‍্যাবের আভিযানিক দল জানতে পারে কুষ্টিয়া জেলা থেকে আরপি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় মাদকের একটি বড় চালান ঢাকায় আসছে। খবর পেয়ে র‍্যাবের অভিযানিক দল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় চেকপোস্ট বসিয়ে একজনকে ভারতীয় ফেনসিডিল-সহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে র‍্যাবের অপর একটি দলের কাছে খবর আসে একই পথে আরও একটি মাদকের চালান গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় প্রবেশের পথে। এসময় অপর আভিযানিক দলটি কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী স্থান সূত্রাপুর এলাকায় আরও একটি চেকপোস্ট বসিয়ে অপরজনকেও ভারতীয় ফেনসিডিল-সহ গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তার প্রথম আসামীর কাছ থেকে আরপি পরিবহনের বাসের ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তায় সর্বমোট ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর পর লালমনিরহাট থেকে আসা মালবাহী ট্রাকের টুলবক্স থেকে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‍্যাব।

গাজীপুরের পোড়াবাড়ি (র‍্যাব-১) ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status