গাজীপুরে ৬ দফা দাবিতে ইউনিলিভার শ্রমিকদের মানববন্ধন
মো ,মাসুদ রানা,গাজীপুর
|
গাজীপুরে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর শ্রমিকরা ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা এগারোটায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন গাজীপুরে কর্মরত শ্রমিকরা। শ্রমিকরা বলেন,আমরা সরাসরি ইউনিলিভার কোম্পানির প্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ দিতে হবে,কোম্পানির নিয়ম কানুন সংষ্কার করে বৈষম্যহীন নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে হবে,বেতন বোনাস বৃদ্ধি করতে হবে,চাকুরী নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান নীতিমালা করতে হবে, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি দিতে হবে এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিপণন শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |