সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৯৬ টি দূর্গা পূজা মন্ডপের সভাপতি/সম্পাদক এর সাথে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশদি কালু, জেলা বিএনপি'র অন্যতম সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আফজালুল আনাম, উপজেলা বিএনপি'[র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওঃ মোঃ আব্দুর রশীদ, সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, পৌর বিএনপি'র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার), সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, সেনাবাহিনীর ২০ বীর সেনা ব্যাটালিয়ন ক্যাপ্টেন এহসান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুবল রায়। পূজা উদযাপন পরিষদের নেতা আলেন চন্দ্র রায় এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। বক্তব্য শেষে উপজেলার ৯৬ টি দূর্গা পূজা মন্ডপে জিআর প্রকল্পের ৫০০ কেজি চাল এর পরিবর্তে নগদ ২০ হাজার টাকা প্রতিটি মন্ডপে বিতরণ করেন।