ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
বাগমারার হামিরকুৎসা উচ্চ বিদ্য্যালয়ের প্রধান শিক্ষক'র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 September, 2024, 4:12 PM

বাগমারার হামিরকুৎসা উচ্চ বিদ্য্যালয়ের প্রধান শিক্ষক'র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

বাগমারার হামিরকুৎসা উচ্চ বিদ্য্যালয়ের প্রধান শিক্ষক'র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান এর নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ১ সেপ্টেম্বর, সকাল থেকেই দলের সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে।

শুরুতেই প্রধান শিক্ষক হাসানুজ্জামান এর অনিয়ম দুর্নীতির প্রতিবাদ হামিরকুৎসা বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক এস এম শওকত হোসেন নান্নু, মামুনুর রশিদ, মোজাম্মেল হক, শিক্ষার্থীদের মধ্যে সিয়াম, সিহাব, শাহরিয়ার হোসেন, ঐশী, লামিয়া প্রমুখ।

বক্তারা বলেন ২০০৬ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন হাসানুজ্জানান। যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম নিজেই পরিচালনা করেন। বেশ কয়েক বছর থেকে প্রতিষ্ঠানের অনিয়মকে বৈধ করতে একক আধিপত্য বিস্তার করেন। বিশেষ করে টিউশন ফি, বাৎসরিক ছাত্র বেতন ও অন্যান্য পাওনাদি, ব্যাংক ভবনের ভাড়া, মাঠের ইজারা, রশিদ বই রেজুলেশন মাফিক কয়টি, প্রসংশা পত্র বিক্রয়, প্রভিডেন্ট ফান্ড, ২০১৬ সাল থেকে কমিটি না থাকা, একই শিক্ষক প্রত্যেক বছর শিক্ষক প্রতিনিধি হওয়া, স্কুল শিক্ষকের বেতন ১৫০ মাস করে বকেয়া, স্কুলের গোডাউন হতে পুরাতন বই বিক্রয়, প্রতি বছর কমপক্ষে ২৫ মণ, শিক্ষকের পক্ষ হতে প্রভিডেন্ট ফান্ডের টাকা কর্তন করা হলেও প্রভিডেন্ট ফান্ডে কোন  টাকা না থাকা,  প্রধান শিক্ষকের নিকট বিধান অনুযায়ী ৫০০ পাঁচ শত টাকার বেশি রাখা যাবে না, স্কুলের কোন ক্যাশ প্রধান শিক্ষকের নিকট জমা রাখা যাবে না,  ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সুষ্ঠু হিসাব প্রদান সহ নানা অনিয়মের কথা তুলে ধরা হয়েছে।  দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের সকল হিসেব নিকাশ বুঝে না দেওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আমার চাকরি প্রায় শেষের পথে আরমাত্র ৯ মাস সময় আছে। একটি পক্ষ আমার সুনাম নষ্ট করতেই এসব করছেন। বিদ্যালয়ের কোন অনিয়ম দূর্নীতির সাথে আমি জড়িত নই।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status