নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী
রাসেল মিয়া,পলাশ
|
নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারগার থেকে লুট হওয়া একটি সটগান ও একটি রাইফেলসহ ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড তাজা রাবার বুলেট উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার দুপুরে নরসিংদী ক্যাম্পে ২৮ ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব এসব উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। লফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানায়, গত ১৬ আগস্ট গোপন সংবাদে জেলার চিনিশপুর ইউনিয়নে একটি বাড়িতে অস্ত্র থাকার সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি সটগান উদ্ধার করা হয়। এছাড়া একই ইউনিয়নের কালির হাট এলাকায় অভিযান চালিয়ে আরেকটি রাইফেল উদ্ধার করা হয়। এছাড়া গত ৮ আগস্ট শহরের বড়বাজার এলাকায় একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে ২৬টি রাবার বুলেট উদ্ধার করা হয়। অন্যদিকে গত ১১ আগষ্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া ৩টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এসব উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কাওকে গ্রেফতার করা যায়নি। পরে অস্ত্র ও গোলাবারুদ গুলো জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহামেদ গ্রহন করেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |