ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১
কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে চুড়ান্ত ফলাফলে যারা নির্বাচিত হলেন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 22 May, 2024, 7:51 PM

কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে চুড়ান্ত ফলাফলে যারা নির্বাচিত হলেন

কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে চুড়ান্ত ফলাফলে যারা নির্বাচিত হলেন

২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় দফায় কুড়িগ্রাম জেলার জেলা সদর, রাজারহাট এবং উলিপুর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩১৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে কুড়িগ্রাম সদর উপজেলার ১০৩ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে  আনারস প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম রতন ৫২,৮৬০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জনাব মো. আমান উদ্দিন আহমেদ মন্জুকে ২২,৩৪৬  ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। আমান উদ্দিন আহমেদ মন্জু পেয়েছেন ৩০,৫১৪ ভোট। 


এছাড়া এই উপজেলায় চেয়ারম্যান পদে আরো ০৩ প্রার্থীর মধ্যে ঘোরা প্রতীকের মো. সাদ্দাম হোসেন নয়ন পেয়েছেন ১৩,৪৭৮ ভোট, কাপ-পিরিচ প্রতীকের মো. আব্দুল্লাহ মিয়া বাবুল পেয়েছেন ১,৩৪৯ ভোট এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী আলহাজ্জ মো. সাইদুল হাসান দুলাল পেয়েছেন ১,১০৫ ভোট। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল আউয়াল( তালাচাবি) ৩৪,৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন , তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. আব্দুর রব( চশমা) পেয়েছেন ২৫,৫৬০ ভোট। মহিলা ভাইসচেয়ারম্যান পদে আফরোজা বেগম আলো ( পদ্মফুল) পেয়েছে  ৪৩,০০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি শিম্মি খাতুন( ফুটবল) পেয়েছেন ৩০,৮৮১ ভোট।

অন্যদিকে উলিপুর উপজেলার ১৫১ টি ভোট কেন্দ্রের সব কয়েকটি কেন্দ্রর ফলাফলে  আনারস প্রতীকের প্রার্থী জনাব মো. সাজাদুর রহমান তালুকদার সাজু ৫০,৪৬৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধ্বি  মোটর সাইকেল প্রতীকের প্রার্থী গোলাম হোসেন মন্টুকে ৩৫,৭৭১ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। গোলাম হোসেন মন্টু পেয়েছেন ১৪,৬৯৩ ভোট। এছাড়া অন্য আরও ০৩ প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীকের এমএ কফিল পেয়েছেন ৬,৬৭৮ ভোট, দোয়াত কলম প্রতীকের আহসান হাবীব রানা পেয়েছেন ৬,৫৯৭ ভোট এবং কাপ- পিরিচ প্রতীকের সরদার মো. আল মামুন পেয়েছেন ২,২০২ ভোট।

এই উপজেলায় ভাইসচেয়ারম্যান পদে মো. আবু সাঈদ সরকার ( টিয়া পাখী )  পেয়েছেন ৪৮,৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্ধি আজহার আলী সরকার ( টিউবওয়েল) পেয়েছেন ২৮,৪৩৩ ভোট। মহিলা ভাইসচেয়ারম্যান পদে মতি শিউলী  ( কলস) ২৮৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মুসতারী রহমান চন্দনা ( ফুটবল) পেয়েছেন ২৫, ৯৩০ ভোট।

অপরদিকে রাজারহাট উপজেলার ৬৩ টি কেন্দ্রের সব কয়েকটি কেন্দ্রর চুড়ান্ত ফলাফলে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী বেসরকারী ফলাফলে  ৩৭,৩৪৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীকের আবু নুর মো. আখতারুজ্জামানকে ১৮,৫৭০ ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন । আবু নুর মো. আখতারুজ্জামান ১৮,৭৭৩ ভোট পেয়েছেন । এছাড়া ঘোড়া প্রতীক নিয়ে এটিএম ফিরোজ মন্ডল পেয়েছেন ৩,২৭৩ ভোট, কাপ- পিরিচ প্রতীক নিয়ে মো. আবু তালেব সরকার পেয়েছেন ৭,৯২১ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার সরকার (চশমা)  ৩১,৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নাজমুল হুদা নাজু  (টিউবওয়েল) পেয়েছেন ১৬,৪৪৫ ভোট। মহিলা ভাইস  চেয়ারম্যান পদে ফারজানা আক্তার (হাঁস) ২৯,৭৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাধবী রানীকে (ফুটবল) পেয়েছেন ২৩৭৯৬ ভোট।

উল্লেখ্য যে, ভোট গ্রহন চলাকালিন সকাল ০৮ থেকে বেলা ১০ টা পর্যন্ত ভোটারের উপস্থিতি তেমন ছিলোই না। বেলা বাড়ার সাথে সাথে বেলা ১২ টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত কিছু ভোটারকে ভোট কেন্দ্র গুলোতে উপস্থিত হতে দেখা গেছে। ভোটের শেষ মুহুর্তে কিছু ভোটার ভোট দিতে উপস্থিত  হতে দেখা গেলেও সময় পার হয়ে যাওয়ায় তারা ভোট না দিয়েই ফিরে যেতে দেখা গেছে। ১৫ টি ভোট কেন্দ্রে ভোটের উপস্থিত পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা গেছে ভোট উৎসবে ভোট দেয়ার জন্য মানুষের যে উৎসাহ সেটা একেবারেই ছিলো না। কুড়িগ্রাম রিভার ভিউ ভোট কেন্দ্রে ভোটার তালিকায় ভুলভাল থাকার কারণে ০৩ জন মহিলা ভোট না দিয়েই ফিরে যেতে দেখা গিয়েছে। তবে ভোট চলাকালীন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। উপজেলা পরিষদ নিবার্চনে কুড়িগ্রামের এই ০৩ টি উপজেলায় মোট ২৮টি ইউনিয়ন ২ টি পৌরসভা, ৩১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই ০৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ০৭ লক্ষ ৮১ হাজার। ০৩ উপজেলায় ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে জেলার কোর কমিটি ও আইন শৃঙ্খলার সদস্যবর্গ গত ২০ ও ২১ মে ২০২৪ রাতভর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখেন। কুড়িগ্রাম জেলা প্রশাশক, জেলা পুলিশ সুপার, নির্বাচন অফিসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার
কর্তাব্যক্তিবর্গ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও জাল ভোট দেয়ার অপরাধে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের এক রিসকা চালককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। জাল ভোট প্রদানকারী রিসকা চালককে ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status