ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
আত্রাইয়ের ইউনিয়ন ভূমি সহকারীর ক্ষমতার অপব্যবহার ও ঘুষ বানিজ্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 May, 2024, 11:17 PM

আত্রাইয়ের ইউনিয়ন ভূমি সহকারীর ক্ষমতার অপব্যবহার ও ঘুষ বানিজ্য

আত্রাইয়ের ইউনিয়ন ভূমি সহকারীর ক্ষমতার অপব্যবহার ও ঘুষ বানিজ্য

আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বেপরোয়া ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, হাটকালুপাড়া ইউনিয়নের ভূমি অফিসের সহকারী তহশিলদার দারুল হুদার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে ক্ষমতার অপব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।

ইউনিয়নের পাহাড়পুর,দ্বিপচাঁদপুর ও বান্দাইখারার অসংখ্য সাধারণ মানুষ তহশিলদার দুরুল হুদার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।এলাকাবাসী বলেন,সাধারণ মানুষের সাথে খুব খারাপ আচরন করে দুরুল হুদা।এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে ঘুষ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। 

এলাকাবাসী আরও বলেন,ঘুম বানিজ্যের সময় জেলা প্রশাসকের কাছে হাতেনাতে ধরা পরার পর মৌখিক ভাবে সাবধান করেন তারপরেও বন্ধ হয়নি তার দৌরাত্ম্য। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জমির মালিক বলেন,আমার জমির খাজনার পরিমান ৩০হাজার টাকা হলেও সহকারী তহশিলদার দারুল হুদা তার কাছ থেকে সারে ৪লাখ টাকার দাবি করেন।

তিনি আরও বলেন আমার মত অনেকের কাছ থেকে এভাবে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও স্থানীয়রা অভিযোগ করেন এসব ঘুষের টাকা উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে জেলা অফিস পর্যন্ত পৌঁছায়।

এ প্রসঙ্গে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ওমর ফারুক সুমন বলেন,দুরুল হুদার বিরুদ্ধে এর আগেও অভিযোগ পেয়েছি,ডিসি সাহেবের কাছে লিখিত অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা  ও আত্রাই উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড)অঞ্জন কুমার দাসের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি।

সংবাদ সংগ্রহের সময় আওয়ামী লীগের নেতা পরিচয় দেওয়া আকবর ওরফে টাকু আকবর সাংবাদিকদের সাথে অশ্লীল ভাষা প্রয়োগ করেন।

এলাকাবাসীর দাবি এই দূর্নীতিবাজ কর্মকর্তা ও তার দালাল টাকু আকবর কে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করা হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status