ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
বোয়ালমারীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ইফতার ও ঈদবস্ত্র বিতরণ
খন্দকার আব্দুল্লাহ, ফরিদপুর
প্রকাশ: Wednesday, 3 April, 2024, 5:27 PM

বোয়ালমারীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ইফতার ও ঈদবস্ত্র বিতরণ

বোয়ালমারীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ইফতার ও ঈদবস্ত্র বিতরণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হিরু মুন্সী মঙ্গলবার (২ এপ্রিল) তার জয়নগরের নিজ বাস ভবনে বিশাল ইফতার পার্টি ও ঈদবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক গরীব,অসহায়,হতদরিদ্র মানুষের সম্মানে এ ইফতার ও তাদের মধ্যে  ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হিরু মুন্সী বলেন, শুধু রমজান বা ঈদ উপলক্ষেই নয় সারা বছরই গরিবের জন্য আমার দরজা খোলা থাকে। সুখ-দুঃখে সব সময় আমি তাদের পাশে থাকি। গোটা রমজান জুড়েই গরীব-অসহায়দের আমি ইফতার করানো সহ তাদের সেবা-শুশ্রূষা দিয়ে আসছি। বিগত করনাকালীন সময়ে আমি শত শত মানুষের দরজায় খাবার পৌঁছে দিয়েছি। এ জনপদের মানুষের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। এ সম্পর্কের সূত্র ধরেই আমি আজ উপজেলা চেয়ারম্যান হওয়ার সপ্ন দেখছি। আমার বিশ্বাস বোয়ালমারী উপজেলাবাসী আমার এ সপ্ন বৃথা যেতে দেবেননা। সারাক্ষণ তারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইফতারে অংশ গ্রহণকারী গরীব,অসহায়দের কাছে নিজের জন্য দোয়া ও সমর্থন প্রত্যাশা করে হিরু মুন্সী বলেন,নির্বাচনের আগে আমি যেভাবে আপনাদের মেহমানদারী করছি নির্বাচনের পরেও আপনারা আমাকে একই ভাবে দেখতে পাবেন। আমার এ মেহমানদারীর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। উপজেলা চেয়ারম্যান হই বা না হই আমি হিরু মুন্সী আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। তবে একবার আমাকে উপজেলা পরিষদের চেয়ারে বসার সুযোগ দিয়ে দেখুন,অন্যরা আপনাদের যা দিয়েছে আমি তার চেয়ে কয়েকগুন বেশিই দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে,রাজধানী টেলিভিশনে স্টাফ রিপোর্টার খন্দকার আব্দুল্লাহ, মোঃ বাবুল শেখ,মোঃ ইমদাদুল হক,সাবেক ইউপি সদস্য মোঃ ইদ্রিস মোল্লা,জিয়াউর রহমান জিয়া,মোঃ জাহিদুর রহমান প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status