চন্দনাইশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান মানবিক জসিম আহমেদ
জাবের বিন রহমান আরজু চন্দনাইশ
|
চট্টগ্রামের চন্দনাইশে নিজ খরচে শত মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়া ও শত মসজিদ নির্মাণ করার উদ্যোক্তা, জেসিকা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি জসিম আহমেদ উপজেলার সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন। গত ১৫ই মার্চ উপজেলার বদুরপাড়াস্থ তার নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি চন্দনাইশ উপজেলাকে একটি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত মডেল উপজেলা তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন সময় তার মানবিক কাজের কথা উল্লেখ করে সাংবাদিকদের উদ্যেশ্যে তিনি বলেন, চন্দনাইশে এ পর্যন্ত অনেক নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধি আপনারা দেখেছেন। কিন্তু এই উপজেলার কতগুলো গরীব অসহায় পরিবার এর সুফল পেয়েছে তা নির্দিষ্ট করে বলা কষ্টসাধ্য। আমি উপজেলা নির্বাচনকে মানবিক কাজ হিসেবে নিয়েছি। আপনারা যদি আমাকে একবার সুযোগ দেন তাহলে আমি দেখিয়ে দিব প্রতিটি সেক্টরে কিভাবে মানবিক কাজ করতে হয়। আমি চন্দনাইশে মানবিক কাজ মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি চন্দনাইশকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা বিনির্মানের প্রত্যয় ব্যক্ত করেন। পরে মানবিক কাজের অংশ হিসেবে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার ৫০ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণের ঘোষণা দেন। শিল্পপতি জসিম আহমেদ গত জানুয়ারি মাসে নিজ খরচে চন্দনাইশের অসহায় ১শত মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে বেশ আলোচনায় আসেন। জানুয়ারিতে ঘোষণা দেওয়ার পর সর্বশেষ পহেলা মার্চ দুইটি অসহায় মেয়ের বিয়ে দেওয়ার পাশাপাশি ইতিমধ্যে ২১টি অসহায় মেয়ের বিয়ে সম্পন্ন করেছেন। বিয়ের সময় বর যাত্রী খাওয়ানো থেকে শুরু করে মেয়েকে সোফা, ফার্নিচার সহ প্রয়োজনীয় আসবাবপত্র উপহারের মাধ্যমে শশুর বাড়িতে বিদায় দিয়ে বাবার ভুমিকা পালন করেন তিনি। এ ছাড়াও সম্প্রতি তিনি ১শত মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এর আগে বন্যা কালীন দূর্যোগে উপজেলার প্রায়ই ১০ হাজার পরিবারের মাঝে তিনি ত্রান সামগ্রী বিতরণ করেন। মতবিনিময় কালে চন্দনাইশের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |