ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১
বাংলাদেশের ড্রেসিংরুমে কী কাজ এই মেরুন জ্যাকেটের?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 March, 2024, 2:04 PM
সর্বশেষ আপডেট: Sunday, 10 March, 2024, 4:30 PM

বাংলাদেশের ড্রেসিংরুমে কী কাজ এই মেরুন জ্যাকেটের?

বাংলাদেশের ড্রেসিংরুমে কী কাজ এই মেরুন জ্যাকেটের?

বাংলাদেশের জার্সি মানে সবুজের রাজত্ব। টাইগারদের প্র্যাকটিস কিট থেকে শুরু করে জ্যাকেট সবখানেই থাকে সবুজের সমারোহ। অন্যদিকে বিশ্ব ক্রিকেটের এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী দল ওয়েস্ট ইন্ডিজের পোশাক মেরুন। অথচ সেই মেরুন রংয়ের এক জ্যাকেট এখন টাইগারদের ড্রেসিং রুমের আলোচিত চরিত্র। এক বিশেষ উদ্দেশ্যে গত বিশ্বকাপে বাংলাদেশের ড্রেসিং রুমে আত্মপ্রকাশ ঘটে এই মেরুন জ্যাকেটের।


ভারতের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। সে ম্যাচের সেরা খেলোয়াড় হন মেহেদী হাসান মিরাজ। সেদিনই যাত্রা শুরু মেরুন জ্যাকেটের।


তবে ম্যাচ সেরা হলে বা সর্বোচ্চ রান করলেই যে শুধু এই মেরুন জ্যাকেট দেওয়া হয়, এমনও নয় ব্যাপারটা। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া কোনো ছোট্ট পারফরম্যান্সের জন্যও পেতে পারে এই জ্যাকেট। এমনকি হারা ম্যাচে বীরত্বপূর্ণ কিছু করে দেখাতেও পারলে গায়ে উঠতে পারে মেরুন জ্যাকেট। এই জ্যাকেট পেলে সেই পারফর্মারের নাম, ম্যাচ আর পারফরম্যান্স কালো মার্কার দিয়ে ছোট্ট করে লিখে দেওয়া হয় জ্যাকেটটিতে।

এই বিশেষ জ্যাকেট গায়ে চাপালে আলাদা একটা দায়িত্বও চাপে সেই খেলোয়াড়ের গায়ে। এই পোশাক গায়ে গোটা দলকেই চাঙ্গা করে তোলার দায়িত্বও নিতে হয় সেই খেলোয়াড়কে।  

এই মেরুন জ্যাকেটের ধারণা অবশ্য টাইগাররা ধার করেছে আমেরিকার পোপ সিঙ্গার কিয়ারার একটা গানের মিউজিক ভিডিও থেকে। এ বিষয়ে টাইগারদের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'এই মেরুন জ্যাকেটের কনসেপ্ট এসেছে একটা গান থেকে। যেখানে একজনকে দেখা যায় একটা মেরুন জ্যাকেট পরে পুরো ব্যান্ডটাকে উৎসাহিত করে। প্রথমে ব্যান্ডটা খুব নার্ভাস থাকে, তাদের ট্রায়াল চলে ঐ সময়। তখন হঠাৎ করে একজন এসে গানটা এত সুন্দর করে গায়, সবাইকে পুরো উত্তেজিত করে ফেলে। ঐ জিনিসটাই আমাদের এখানে এই কনসেপ্ট নিয়ে এসেছে।'

শ্রীলঙ্কার বিপক্ষে হারা ম্যাচে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন জাকের আলী। সেই পারফরম্যান্সের পর তার গায়ে ওঠে মেরুন জ্যাকেট। ছবি: বিসিবির ফেসবুক পেজের ভিডিও

টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও সুর মেলান, 'কিয়ারার ঐ গানের ভিডিও দেখে মনে হচ্ছিল, আমাদের দলটাও তো এমন, সবাই অনেক চিন্তাগ্রস্ত থাকে। সেই গানে একজন চেয়ারের উপর উঠে গান ধরে, তাতে সবাই উজ্জীবিত ও নির্ভার হয়ে গাইতে থাকে। মেরুন জ্যাকেট পরা ব্যক্তি রুমের আবহ বদলে দেয়। এই মানুষটার ছোট্ট কাজই পুরো পরিস্থিতি বদলে দেয়।’

প্রথমবার মেরুন জ্যাকেট গায়ে চাপিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এই জ্যাকেট নিয়ে তিনি বলেন, 'আমরা সবাই ভালো খেলি, কিন্তু টিমের মধ্যে একটা খেলোয়াড় থাকে যে কিনা টিমটাকে বুস্টআপ করে একটা জায়গায় নিয়ে যায়। হয়ত সে অনেক বেশি কন্ট্রিবিউট করে না, হয়ত ছোট একটা কন্ট্রিবিউট করে, এর জন্যই টিমটা বুস্টআপ হয় এবং জেতে। আর এই মেরুন জ্যাকেটটা সে রকম একজনই পেয়ে থাকেন। ভালোই লেগেছিল যখন এই মেরুন জ্যাকেটটা পেয়েছিলাম এবং ভবিষ্যতে আরও পাবো।' 

সে জন্যই হার-জিত ছাপিয়ে মেরুন জ্যাকেট দলকে উজ্জীবিত করতে ভূমিকা রাখছে। তাই হারা ম্যাচে দারুণ ইনিংস খেলে এই জ্যাকেট গায়ে চাপিয়েছেন জাকের আলী। কখনওবা তানজিদ তামিম একটা ছক্কা হাঁকিয়েই পেয়েছেন মেরুন জ্যাকেট।
 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status