ময়মনসিংহ সিটি নির্বাচন: কেন্দ্রে নারীদের ভিড়
নতুন সময় প্রতিনিধি
|
ময়মনসিংহ-সিটি-নির্বাচন-কেন্দ্রে-নারীদের-ভিড়মহাকালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নারী ভোটারের লাইন। সিটির ৮ নম্বর ওয়ার্ডের মহাকালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে ৯ র্মাচ, সকাল ৮টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সিটির ৮ নম্বর ওয়ার্ডের মহাকালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় কথা হয় কিছু নারী ভোটারের সঙ্গে। আনোয়ারা বেগম নামের একজন ভোটার বলেন, ‘পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি। ভোটকেন্দ্রে আসতে কোনো ঝামেলা পোহাতে হয়নি।’ আরেক নারী বলেন, সকাল ৮টায় তিনি কেন্দ্রে গিয়েছেন, কোনো সমস্যা হয়নি। ভোট দেয়া তার কাছে একটি উৎসবের মতো। ভোটগ্রহণের শুরু থেকে সময় যত অতিবাহিত হচ্ছে কেন্দ্রে ভোটারের সংখ্যা ততোই বাড়ছে বলে জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। তিনি বলেন, সিটিতে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। নির্বাচনে ১২৮টি কেন্দ্রের ৯৯০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চলছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোরভাবে দমন করা হবে। ময়মনসিংহ সিটির দ্বিতীয় এই নির্বাচনে মেয়র পদে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), এহতেশামুল আলম (ঘোড়া) ও অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি) ছাড়াও এই পদে লড়ছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)। এ ছাড়া ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৬৯ জন। একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ৩২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |