ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
নারীর উন্নয়ন ও কল্যাণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো মানব কল্যাণ পরিষদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2024, 10:55 PM

 
নারীর উন্নয়ন ও কল্যাণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো মানব কল্যাণ পরিষদ

নারীর উন্নয়ন ও কল্যাণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো মানব কল্যাণ পরিষদ

"নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। নারীর উন্নয়ন ও কল্যাণে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে নারী দিবসের জমকালো আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ টাউন ফেডারেশনের চেয়ারম্যান সালমা সুলতানা।  তিনি তার বক্তব্যে বলেন, নারী সব পারে যদি সে উদ্যোগী হয়। নারী পারেন, নারী পারবেন। এ নিয়ে অবশ্যই আত্মবিশ্বাসী ও অদম্য মনোবল থাকতে হবে। মোট কথা ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল থাকলে যে কোন কাজে সফলতা আসবেই।

প্রাণবন্ত অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন তার স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষা ও আর্থিক স্বচ্ছলতা মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের এগিয়ে নিতে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা সুযোগ করে দিয়েছি, তারা তাদের দক্ষতা দেখাচ্ছে।

কবি রুনু সিদ্দিক নারী জাগরণের কথা তুলে ধরে বলেন, নারীদের আরো সচেতন হতে হবে এবং মানুষিক মনোবল চাঙ্গা করতে হবে। তাহলে নারীরা অনেকদূর এগিয়ে যাবে।

মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনির সঞ্চালনায় আনন্দ বিনোদনে সৃজনশীলতায় চমৎকার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী পপি সুলতানা, নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার, নারী উদ্যোক্তা সানজিদা রহমান মুনমুন, সাংগঠনিক টিম লিডার বুবলী আক্তার সহ অন্যান্য। 

এসময় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং তাদের জীবনের গল্প তুলে ধরেন। এছাড়াও কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করে উচ্ছ্বাস প্রকাশ এবং মানবিক মূল্যবোধে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নারীদের সম্মান জানিয়ে উপস্থিত সকলকে বই উপহার দেয়া হয় এবং এম আর সামাদ সমাজ কল্যাণ পাঠাগারের জন্য বেশ কিছু বই উপহার হিসেবে প্রদান করা হয়েছে। পাঠাগারের জন্য বই গ্রহণ করেন মাহবুবুর রহমান জয় চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লতিফা বেগম, খুকু মনি, মেহেরুন নেছা, প্রেমা রহমান, কানিজ তামান্না, স্মৃতি রানী দে, ফারজানা আক্তার পিংকি, জারিফ অনন্ত প্রমুখ। পরিশেষে লটারির মাধ্যমে দুইজন উদ্যমী নারী কে বিজয়ী ঘোষণা করে প্রথম ও দ্বিতীয় পুরস্কার তুলে দেয়া হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status