সীতাকুণ্ডে হিন্দু সম্প্রদায়ের শিব চতুর্দশী মেলা শুরু
মোঃ জাহিদুল ইসলাম রুমন,সীতাকুণ্ড
|
সীতাকুণ্ডে আজ থেকে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে চলবে ৩দিন পর্যন্ত চন্দ্রনাথ ধামে আগত পুণ্যার্থীদের পূজার মধ্য দিয়ে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয় বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, সহ হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ নারী-পুরুষ পূর্ণ লাভের আশায় তীর্থস্থান দর্শন করতে আসেন তীর্থ যাত্রীদের নিরাপত্তা জর্দার আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন সীতাকুণ্ড পেস ক্লাবের সভাপতি ও সাইন কমিটির সহ-সাধারণ সম্পাদক বাবু সৌমিত্র চক্রবর্তী, প্রতিবছর এই মেলাকে ঘিরে ১০ থেকে ১২ লাখের বেশি পুণ্যার্থী আসে এই শিব চতুর্দশী মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশবাহিনী সহ সংশ্লিষ্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৫২৫ পুলিশ সদস্য কাজ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন কোন পূন্যার্থীদের সুবিধার্থে পানির সুব্যবস্থা, ভ্রাম্যমান টয়লেট স্থাপন, পানি বিশ্রামাগার সহ মহিলাদের আলাদা স্নাগারের ব্যবস্থা Often করা হয়েছে মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন মেলা কমিটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে 150 জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |