ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
সরকারি ভর্তুকীর টিএসপি সার পাচার কালে জব্দ আাটক ২
মোঃ সায়েদুর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: Thursday, 28 November, 2024, 12:09 PM

সরকারি ভর্তুকীর টিএসপি সার পাচার কালে জব্দ আাটক ২

সরকারি ভর্তুকীর টিএসপি সার পাচার কালে জব্দ আাটক ২

শিবালয়ের আরিচা ফেরিঘাট যোগে ফেরি পারের সময় ৫০০ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ।

যার বর্তমান বাজার মুল্য প্রায় ৭ লাখ টাকা। ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

২৬ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নীলফামারির জলঢাকায় পাচারকালে আরিচা ঘাট এলাকা থেকে সার জব্দ করা হয়। 

 এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ ও ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটক ট্রাক চালক মোঃ বাবুল হোসেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাঠামারা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে। তার সহযোগী মোঃ আসলাম রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার দড়িপাড়া এলাকার মোঃ খলিলের ছেলে।

জানাযায়, আটককৃত সার মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্সের ডিলারের কাছে পাচার করছিলেন এক সার বিক্রেতা।

এ বিষয়ে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন জানান, গভীর রাতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সার আটক করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫/১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status