আজও ব্যবহার হচ্ছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ইদারা
জাহিদ খান, নাগেশ্বরী
|
বিলুপ্ত হওয়া প্রাচীন গ্রামবাংলার ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইদারা, যা এক সময় সুপেয় পানির একমাত্র উৎস হিসেবে প্রচলিত ছিলো বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে গ্রামবাংলায় বিকেল বেলা মা-বোনের কলসি কোলে ইদারা থেকে পানি আনার চিত্র তেমন একটা দেখা না গেলেও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আজও দেখা মিলছে সেই বাস্তব চিত্র। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |