মহানবীকে কুটুক্তির প্রতিবাদের মাধ্যমে লাকসাম উপজেলা হেফাজতে নতুন কমিটির কর্মসূচির সুচনা
|
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতে কটুক্তির প্রতিবাদে হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখা নবনির্বাচিত কমিটির উদ্যোগে আগামী ১২ অক্টোবর শনিবার বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ৮ অক্টোবর লাকসাম শহরের একটি রোস্তরায় হেফাজতে ইসলামের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় এই ঘোষণা দেওয়া হয়। উক্ত বিক্ষোভ মিছিল সফল করতে বিকাল ৩ টায় লাকসাম হাউজিং এস্টেট মসজিদের সামনে সদস্যদেরকে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখার নবগঠিত কমিটির উক্ত পরিচিতি সভায় মাওলানা মুফতি মোঃ আবু ইউসুফ সভাপতি ও মাওলানা আবুল খায়েরকে সাধারণ সম্পাদক করে ১১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ শামসুল ইসলাম জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম লাকসাম শাখার উপদেষ্টা শিল্পপতি মোঃ নাসির উদ্দিন মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলার সভাপতি জনাব সেলিম মাহমুদ ও বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এম.এস. দোহা। প্রধান অতিথির বক্তব্যে মুফতি শামসুল ইসলাম জিলানী বলেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে সকল মত পার্থক্য ভুলে ইসলামীদল ও আলেম সমাজের ঐক্যবদ্ধের বিকল্প নেই। ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার আন্দোলনে শরিক হয়ে হেফাজতে ইসলামের ৮০ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা শিল্পপতি মো: নাসির উদ্দিন মজুমদার বলেন, ৫ আগস্ট আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে নতুনভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারা ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সাজাতে হবে। শহীদদের রুহের মাগফেরাত কামনা করতে হবে সব সময়। জনাব সেলিম মাহমুদ বলেন, হেফাজতের আহ্বানে সাড়া দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় প্রস্তুত। লাকসামে হেফাজত ইসলামের যে কোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন। বিশিষ্ট সাংবাদিক এম.এস. দোহা বলেন, কাওমী মাদ্রাসাগুলোতে ইসলামী রীতিনীতি অনুসরণ করে আমাদের জাতীয় দিবসের কর্মসূচিগুলো পালনার ব্যাপারে নতুন করে ভাবা দরকার। নবগঠিত লাকসাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে লাকসামে কোন অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি মো: আবু ইউসুফ বলেন, বাংলাদেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে হেফাজতে ইসলাম সজাগ ও সক্রিয়। লাকসামে ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা ও চাঁদাবাজি, জুলুম মাদক নির্মূলে আলেম সমাজ আর কাউকে ছাড় দিবে না। এছাড়াও উপজেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত পরিচিতি সভায় তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সেই সাথে আগামী ১২ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল সফল করতে লাকসাম হাউজিং এস্টেট মসজিদের সামনে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |