নাটোরে একই দিনে পানিতে ডুবে পৃথক ঘটনায় মৃত্যু ৪
নাটোর প্রতিনিধি
|
নাটোরে একই দিনে ভিন্ন দুইটি ঘটনায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর দুটি ভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটেছে। সিংড়া উপজেলার হাতিয়ান্দ ইউনিয়নের পাশে বারনই নদীতে গোসল করতে এসে পানির স্রোতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত হয়েছে। জানা গেছে শুক্রবার দুপুরে হাতিয়ান্দ গ্রামের মোঃ সাইফুল ইসলাম এর শিশু কন্যা ফাতেমা(৫) এবং মোঃ সালাদ আলীর শিশু ছেলে আব্দুর সবুর(৯) পাড়ার অন্যান্যদের সাথে নদীতে গোসল করতে যায়। এসময় পানির স্রোতে ফাতেমা ভেসে তলিয়ে যেতে থাকে বোন কে বাচাতে সবুর এগিয়ে গেলে উভই স্রোতের বেগে নিখোঁজ হয়ে যায়। উপস্থিত লোকজন তার বাবা মাকে সংবাদ দিলে তারা দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরি কে খবর দেয় রাজশাহী থেকে ডুবুরি দলের ঘটনাস্থলে এসে প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর বিকাল সাড়ে ৫টার দিকে নদীর তেল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সিংড়া থামার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নদীতে প্রবল স্রোতের কারনে শিশু দুটি নিমিশেই ডুবে যায়। এদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলায় হালতি বিলে নৌকা ডুবিতে ২ শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। জানা যায়, লালপুর উপজেলার আরবার এলাকা থেকে বিনোদনের উদ্দেশ্যে নলডাাঙার মিনি কক্সবাজার খ্যাত হাতি বিলে নৌকা ভ্রমনে আসে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে নৌকা ডুবে মোঃ আরিফুল ইসলাম এর দুই ছেলে মোঃ আব্দুল্লাহ (১১) এবং আব্দুল রহমান(৯),পানিতে ডুবে মারা যায়।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |