কোরিয়া মুসলিম কমিউনিটির ইসলামিক কর্মশালা আয়োজিত
ছালেহ আহম্মদ, দক্ষিণ কোরিয়া
|
দক্ষিণ কোরিয়ায় প্রতিবছরের ন্যায় এ বছর কোরিয়ার সবচাইতে বড় উৎসব সূচকের ছয় দিন রাষ্ট্রীয় ছুটি দ্বিতীয় দিন আজ শুক্রবার গিয়ংগিদো প্রদেশের হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে এই কর্মশালার অনুষ্ঠিত হয় । উক্ত কর্মশালায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত আলেমেদ্বীন মোহাম্মদ নাসির উদ্দিন হেলালী এবং প্রধান আলোচক ও জুমার খুতবা প্রদান করেন আসসুন্নাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ার মুসলিম কমিউনিটির দাওয়াহ সম্পাদক মোহাম্মদ আলী খান সহ কুরিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যবসায়ি ও শিক্ষক এবং কোরিয়ার বিভিন্ন স্থান থেকে আগত সর্বস্তরের বাংলাদেশীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইব্রাহিম বিন ইদ্রিস। এ কর্মশালায় বক্তারা কোরআন হাদিসের আলোকে ধর্মীয় বিভিন্ন দিক নির্দেশনা সহ, কোরিয়ার মত অমুসলিম দেশে নিজেদের ঈমান ও ধর্মীয় অনুভূতি না ভুলে গিয়ে হারাম হালাল বেছে চলা সহ দেশীয় কালচার গুলোকে কোরিয়ানদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য পরামর্শ দেন। পাশাপাশি কোরিয়াতে নিজেদের ধর্ম প্রচারের উদ্দেশ্যে আরও বেশি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আহবান করেন এবং কোরিয়ার অবস্থানরত বাংলাদেশি ফ্যামিলি গুলোকে তাদের সন্তানদেরকে ইসলামের মৌলিক মূল বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |