কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মধ্য রাতে চুরি ও ভাঙ্গচুর
জাহিদ হোসেন জনি, কুয়েত
|
কুয়েতের বাংলাদেশ দূতাবাসের পকেট গেটের তালা ভেঙে একজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে বেশ কয়েকটি কর্মকর্তার রুমে ব্যাপক ভাঙ্গাচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ৮-১০টি কক্ষ থেকে কী কী মালামাল খোয়া গেছে তা গুরুত্বের সাথেই কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন। তবে দূতাবাসের দূতলায় প্রধান মো: মনিরুজ্জামান তার রুম থেকে শুধু দুটি সানগ্লাসই খোয়া যাওয়ার দাবি করলেও তিনি এখনই এ ঘটনাটি কেবল চুরির ঘটনা বলতে নারাজ, এটি তদন্ত সাপেক্ষ বিষয়। কুয়েত থেকে প্রবাসী বাংলাদেশী ও দূতাবাস সংশ্লিষ্টরা গতকাল জানান , ৬ তারিখ মধ্যরাতে বাংলাদেশ দূতাবাসের পেছনের ছোট গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। এই সময় দূতাবাসের নিরাপত্তায় কেউ দায়িত্বে ছিলেন না। ওই দুর্বৃত্তরা দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: মনিরুজ্জামানের কক্ষসহ অফিসারদের ৮-১০টি কক্ষের তালা ভেঙে ব্যাপক তছনছ করে। দীর্ঘ সময় দূতাবাসে অবস্থানের পর দুর্বৃত্তরা আবার ওই গেট দিয়েই বের হয়ে চলে যায়। পর দিন সকালে দূতাবাসে অফিস করার জন্য যাওয়ার পর কর্মকর্তারা চুরির বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে সিসি ক্যামেরা দেখে চোর আসা এবং যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। তদন্ত সাপেক্ষে ওইদিন দূতাবাসের ওই রুম গুলো বন্ধ থাকে। এবিষয়ে প্রবাসীদের মাঝে উদ্যবেগ দেখা গেছে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |