ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
জয়নুল আবদীন ফারুককে মারধর প্রসঙ্গে এতদিন পর মুখ খুললেন ডিবিপ্রধান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 August, 2023, 4:24 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 8 August, 2023, 2:17 AM

জয়নুল আবদীন ফারুককে মারধর প্রসঙ্গে এতদিন পর মুখ খুললেন ডিবিপ্রধান

জয়নুল আবদীন ফারুককে মারধর প্রসঙ্গে এতদিন পর মুখ খুললেন ডিবিপ্রধান

বিএনপির কর্মসূচিতে পিটুনি খাওয়ার পর ডিবি অফিসে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন করান ডিবিপ্রধান হারুন অর রশিদ। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। এ ঘটনায় সামনে চলে আসে ২০১১ সালের একটি ঘটনা। বিএনপির অভিযোগ, সেদিন সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুককে পিটিয়েছিলেন হারুন।

সম্প্রতি গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন ও সেই ছবি সোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার প্রসঙ্গে একটি টেলিভিশনে টকশোতে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি সামাজিকতা ও মানবিকতা দেখিয়ে গয়েশ্বর রায়কে আপ্যায়ন করলেন; কিন্তু ২০১১ সালে সাবেক চিফ হুইপ জয়নুল আবদীনকে কেন পিটিয়েছিলেন— সরকারের জন্য না জনগণের জন্য? 

এমন প্রশ্নে ডিবিপ্রধান হারুন বলেন, আপনাকে তা হলে শুনতে হবে। আমার (হারুন) জয়নুল আবেদীন ফারুকের সঙ্গে কোনো কথা হয়নি বা দ্বন্দ্ব হয়নি। আপনি যদি ওই ভিডিওটা দেখেন তা হলে দেখবেন, উনি পুলিশের একজন অফিসারের সঙ্গে তর্কাতর্কি করছেন।

একজন আরেকজনকে গাল পেতে দিচ্ছেন, বলছেন— মার আমাকে মার? আমি দূর থেকে সেটি দেখছিলাম। পরে দৌড়ে সেখানে গিয়েছিলাম। দুজনকেই সরানোর চেষ্টা করছিলাম। সেই সময় জয়নুল আবেদিন আমাকে ধরে ফেলে দিচ্ছেন।

তখন আমি বাঁচার জন্য উনার হাতে ব্যান্ডেজ ছিল সেখানে হাত ঠুকিয়ে দিয়েছিলাম। উনি ধাক্কা দিলে ব্যান্ডেজ নিয়ে আমি পড়ে গিয়েছিলাম। কোমরে ব্যথা পেয়েছিলাম।

পরে আমাদের পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলল যে, স্যার কে কেন ধাক্কা দিয়ে ফেললেন? ওই সময় উনি বসে গিয়ে জামাটা খুলে দৌড় দিলেন। পরে তার সঙ্গে পুলিশ সদস্যরাও দৌড় দিয়েছেন— এই ছিল সেদিনের ঘটনা।   

উল্লেখ্য, ২০১১ সালের ৬ জুলাই হরতাল চলাকালে সংসদ ভবন প্রাঙ্গণে বিএনপির পক্ষ থেকে মিছিল বের করা হয়। সেখানে বিরোধী দলের সাবেক চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুককে সংসদ ভবনের সামনে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে তত্কালীন তেজগাঁও জোনের পুলিশের এডিসি (বর্তমান ডিবি প্রধান) হারুনের বিরুদ্ধে। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status