ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
ড্যাফোডিলে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই পরিবেশের উপর আলোচনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 19 January, 2023, 12:50 AM

ড্যাফোডিলে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই পরিবেশের উপর আলোচনা

ড্যাফোডিলে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই পরিবেশের উপর আলোচনা

"টেকসই পরিবেশ: বাংলাদেশের প্রেক্ষাপটে শক্তি এবং ভূগর্ভস্থ জল" শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ড্যাফোডিল স্মার্ট সিটিতে। ১৬ জানুয়ারি, ডিআইইউ-এর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (এইচআরডিআই) আয়োজনে দিনব্যাপি এই আলোচনা সভায় দেশ ও দেশের বাইরের বরেণ্য আলোচকবৃন্দ অংশগ্রহণ করেন।

ড. রুহুল আমিন (সিনিয়র আরএন্ডডি স্টাফ বিজ্ঞানী, ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি, টেনেসি), ড. রুহুল আমিন সরকার (প্রফেসর, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস ক্যানবেরা ক্যাম্পাস, অস্ট্রেলিয়া), ড. মনোয়ার হোসেন (পিএইচডি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া) এবং ড. শামসুজ্জামান ফারুক (প্রফেসর, কেমিক্যাল অ্যান্ড বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর) এই আলোচনা সভায় পরিবেশগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

৪টি সেশনে সংশ্লিষ্ট বিভাগের ৫৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং বক্তাদের সাথে আলোচনা সভার প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফোখরে হোসেনের সভাপতিত্ত্বে এসব সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এস. এম মাহাবুবুল হক মজুমদার, ভাইস চ্যান্সেলর (ইন-চার্জ), ডিআইইউ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status