ড্যাফোডিলে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই পরিবেশের উপর আলোচনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিলে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই পরিবেশের উপর আলোচনা ড. রুহুল আমিন (সিনিয়র আরএন্ডডি স্টাফ বিজ্ঞানী, ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি, টেনেসি), ড. রুহুল আমিন সরকার (প্রফেসর, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস ক্যানবেরা ক্যাম্পাস, অস্ট্রেলিয়া), ড. মনোয়ার হোসেন (পিএইচডি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া) এবং ড. শামসুজ্জামান ফারুক (প্রফেসর, কেমিক্যাল অ্যান্ড বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর) এই আলোচনা সভায় পরিবেশগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ৪টি সেশনে সংশ্লিষ্ট বিভাগের ৫৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং বক্তাদের সাথে আলোচনা সভার প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফোখরে হোসেনের সভাপতিত্ত্বে এসব সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এস. এম মাহাবুবুল হক মজুমদার, ভাইস চ্যান্সেলর (ইন-চার্জ), ডিআইইউ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |