|
চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির কান্ডারী মোস্তফা কামাল পাশা
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির কান্ডারী মোস্তফা কামাল পাশা ৪ ডিসেম্বর বিকালে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মনোনয়নের ঘোষণা দেন। মোস্তফা কামাল পাশা এর আগে তিনবার জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আজকে সন্দ্বীপের মানুষের বহু দিনের আশা পূরণ হয়েছে। এখন আমার একটাই লক্ষ্য—সন্দ্বীপ আসনটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দেওয়া।” নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
