|
ময়মনসিংহ-৪ সদর আসনে ভোটের মাঠে ধানের শীষ প্রতীকে লড়বেন ওয়াহাব আকন্দ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহ-৪ সদর আসনে ভোটের মাঠে ধানের শীষ প্রতীকে লড়বেন ওয়াহাব আকন্দ দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, দীর্ঘদিনের তৃণমূলভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ওয়াহিদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা আরও শক্তিশালী হয়। ফলে মনোনয়নপ্রাপ্তদের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়। দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তার মনোনয়নকে স্বাগত জানিয়েছে। মনোনয়ন পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও তা পালন করব। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি মাঠে থাকব।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ময়মনসিংহ-৪ আসনটি এবার গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে সামনে আসবে। এই আসনে মনোনয়ন পাওয়ায় ওয়াহিদ এখন আরও জোরদারভাবে নির্বাচনী প্রস্তুতি, প্রচার–প্রচারণা এবং জনসংযোগে নামতে যাচ্ছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ মনোনয়ন বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
