|
সাতক্ষীরা জেলার দেবহাটার সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১১৬০ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা জেলার দেবহাটার সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১১৬০ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজিবি'র সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উইনসিরিক্স সিরাপ এবং ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে। উদ্ধারকিত কৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ উনসত্তর হাজার নয়শত টাকা। গোপন সংবাদের ভিত্তিতে বিওপি কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলী এর দিক নির্দেশনায় কমান্ডার হাবিলদার মহসিন গাজী "বসন্তপুর বেড়িবাঁধ এলাকা থেকে ৬৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করে। একই দিনে শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার ফিরোজ আহম্মেদ" এর নেতৃত্বে একটি "ভাতশালা সুইচ গেইট" এলাকা হতে ৫২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসিরিক্স সিরাপ উদ্ধার করে। তবে একসময় ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি সদস্যরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
