|
তাড়াশে পরকীয়া সম্পর্কের জেরধরে সংঘর্ষ, প্রেমিক নিহত
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে পরকীয়া সম্পর্কের জেরধরে সংঘর্ষ, প্রেমিক নিহত পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিজগঞ্জের তাড়াশ উপজেলা দেশীগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুনের (৩৫) সাথে পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের(৪৫) দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিলো। গত শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিহত আয়নাল হক তার প্রেমিকা সাকিরুন খাতুনের ঘরে প্রবেশ করে। ঘটনাটি টের পেয়ে সাকিরুনের বাবা, ভাই ও প্রতিবেশীরা মিলে আটক করে আয়নাল কে বেধড়ক মারপিট করে ছেড়ে দেয়। আহত আবস্থায় আয়নাল পুণরায় তার পরিবারের লোকজন নিয়ে সাকিরুনে বাড়িতে আক্রমণ করতে আসলে দ্বিতীয় দফা সংঘর্ষে আয়নাল হক গুরুতর জখম হোন। তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে, রাত তিন টায় সে মারা যায়। এ ঘটনায় পুলিশ সাকিরুন খাতুনের ভাই আমির হোসেন (৪০) ও নুরুল হক (২৭) কে গ্রেফতার করেছে। তাড়াশ থানার অফিসার- ইন -চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজন কে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারে পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
