|
রামগঞ্জে মার্চ ফর দাঁড়িপাল্লার গণমিছিল: জনগণের সামনে ‘ওপেন হাউজ’ ব্যবস্থা চালুর ঘোষণা
রায়হানুর রহমান
|
![]() রামগঞ্জে মার্চ ফর দাঁড়িপাল্লার গণমিছিল: জনগণের সামনে ‘ওপেন হাউজ’ ব্যবস্থা চালুর ঘোষণা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪:০০ টায় সোনাপুর চৌরাস্তায় তাঁর সমর্থনে "মার্চ ফর দাঁড়িপাল্লা" ব্যানারে অনুষ্ঠিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে আমরা হয়রানির শিকার হচ্ছি। সামান্য একটি জন্ম নিবন্ধনের জন্য দিনের পর দিন আমার ভাই–বোনদের হয়রানি করা হয়। কোটি টাকার সম্পদ দিয়ে নির্মিত ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মা-বোনদের জন্য পর্যাপ্ত ডাক্তার নেই, চিকিৎসাও যথাযথভাবে দেওয়া হয় না। এত সম্পদ কার্যত অকার্যকর করে রাখা হয়েছে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, ইনশাআল্লাহ ইউনিয়ন পরিষদে জনগণকে হয়রানি বন্ধ করা হবে এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক করে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, সরকার প্রতিবছর কোটি টাকার কৃষি প্রণোদনা দেয়। কিন্তু তা কৃষকদের হাতে পৌঁছায় না। শুকনা মৌসুমে কৃষকরা চাষের পানি পায় না। একটি গোষ্ঠী খাল দখল করে পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি করেছে। তিনি জানান, সুযোগ পেলে বরাদ্দকৃত কৃষি প্রণোদনা কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং খাল খননের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির ব্যবস্থা করা হবে। নির্বাচিত হলে ‘ওপেন হাউজ’ প্রথার মাধ্যমে জনগণের মুখোমুখি হবো। সরকার থেকে আপনাদের বরাদ্দ, ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ, সরকারি হাসপাতালসহ সকল সেবার বিষয়ে জনগণ ও গণমাধ্যম সামনে সরাসরি প্রশ্ন করতে পারবেন আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনার রাস্তা, মসজিদ, মন্দির কিংবা অন্য যে কোনো প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে আপনার জানার অধিকার থাকবে। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শ্রম বিভাগের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নায়েবে আমির মাস্টার আবুল হোসেন, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, পৌর সেক্রেটারি ইসমাইল ইলিয়াস, উপজেলা সহকারী সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারী, মাস্টার ফয়সাল আহমেদ। এ ছাড়াও রামগঞ্জ পৌরসভা ও ইউনিয়নের দশ হাজারেরও বেশি নেতাকর্মী এতে অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
