|
নতুন দামে বাজারে অপো রেনো১৪ এফ ফাইভজি
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন দামে বাজারে অপো রেনো১৪ এফ ফাইভজি কনটেন্ট নির্মাতা, স্টোরিটেলার ও তরুণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে রেনো১৪ এফ ফাইভজি তৈরি করা হয়েছে, যেখানে দৃষ্টিনন্দন ডিজাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত এআই ইমেজিং সিস্টেম। ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অপোর এআই লো লাইট ফটোগ্রাফি প্রযুক্তি, যা কম আলোতেও স্পষ্ট, উজ্জ্বল ও নিখুঁত ছবি তোলার নিশ্চয়তা দেয়। এর ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ আগের তুলনায় দ্বিগুণ আলো সরবরাহ করে, ফলে সন্ধ্যা, ইভেন্ট বা শহুরে দৃশ্য—যেকোনো পরিবেশেই স্বতঃস্ফূর্ত ছবি পাওয়া যায়। এছাড়া ফোনটিতে যুক্ত আছে এআই এডিটর ২.০, যা পেশাদার-মানের পোস্ট-প্রোডাকশন সুবিধা দেয়। এর এআই রিকম্পোজ, এআই পারফেক্ট শট ও এআই স্টাইল ট্রান্সফার টুলগুলো স্বয়ংক্রিয়ভাবে ছবির ত্রুটি দূর করে, চোখ বন্ধ হওয়া ঠিক করে এবং অন্য ছবির স্টাইল প্রয়োগ করে কনটেন্টকে আরও আকর্ষণীয় করে তোলে। ইমেজিং সক্ষমতার পাশাপাশি রেনো১৪ এফ ফাইভজি এসেছে আইপি৬৯ রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধাসহ, যা ৪কে আন্ডারওয়াটার ভিডিওগ্রাফিও সমর্থন করে। ফলে বর্ষা, সমুদ্র বা সুইমিং পুল—যেকোনো অবস্থাতেই ব্যবহারকারীরা উচ্চমানের ভিডিও ধারণ করতে পারবেন। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও এআই হাইপারবুস্ট ২.০—যা দীর্ঘস্থায়ী গেমিং ও পারফরম্যান্স নিশ্চিত করে। প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লে এবং মারমেইড-অনুপ্রাণিত নান্দনিক ডিজাইন ডিভাইসটির আধুনিকতা আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ড স্পেসসহ ইন্টিগ্রেটেড এআই টুলবক্স ব্যবহারকারীর প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা মানুষকে উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে রাখি। নতুন মূল্য আমাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে, যুগান্তকারী এআই ও ফ্ল্যাগশিপ ইমেজিং প্রযুক্তি সবার নাগালের মধ্যে থাকা উচিত।” সর্বাধুনিক এআই সুবিধা, প্রিমিয়াম ডিজাইন ও উন্নত ইমেজিং সক্ষমতার সমন্বয়ে রেনো১৪ এফ ফাইভজি দেশের প্রিমিয়াম ফোন বাজারে নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
