ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক
মাহাবুব হোসেন, গাজীপুর
প্রকাশ: Saturday, 22 November, 2025, 4:50 PM

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে বাঁধন সাহা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক মেসেঞ্জারের একটি গ্রুপে নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সংবাদটি জানাজানি হওয়ার পর বরমী বাজারের বিভিন্ন মসজিদ–মাদ্রাসার ইমাম–মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাঁধন সাহাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে হাজারো ইসলামি তৌহিদী জনতা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তৌহিদী জনতার দাবি, আটককৃত বাঁধন সাহা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন)–এর একজন সক্রিয় সদস্য।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, সে ইসকনের সক্রিয় সদস্য। আমাদের নবী (সা.)–কে নিয়ে কটূক্তি করার সাহস সে কোথা থেকে পেয়েছে? এর সুষ্ঠু বিচার না হলে ইসলামি তৌহিদী জনতা নিজস্ব ব্যবস্থা নিতে বাধ্য হবে।

স্থানীয় সুমন কর্মকার বলেন, বাঁধন গরিব পরিবারের ছেলে। সে ফেসবুক ব্যবহার করলেও বিষয়টি কিভাবে ঘটেছে তা তদন্তেই বের হবে। আমরা এলাকায় দীর্ঘদিন হিন্দু–মুসলিম সহাবস্থানে বসবাস করি—এই পরিবেশ নষ্ট হওয়া উচিত নয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াও ঠিক নয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগেই অভিযুক্তকে আটক করা হয়েছে। বাঁধন ইসকনের সদস্য কি না—তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় মাওলানা মাহাদী হাসান বাদী হয়ে অভিযোগ করলে সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। শনিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status