|
শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক
মাহাবুব হোসেন, গাজীপুর
|
![]() শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক মেসেঞ্জারের একটি গ্রুপে নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সংবাদটি জানাজানি হওয়ার পর বরমী বাজারের বিভিন্ন মসজিদ–মাদ্রাসার ইমাম–মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাঁধন সাহাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে হাজারো ইসলামি তৌহিদী জনতা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তৌহিদী জনতার দাবি, আটককৃত বাঁধন সাহা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন)–এর একজন সক্রিয় সদস্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, সে ইসকনের সক্রিয় সদস্য। আমাদের নবী (সা.)–কে নিয়ে কটূক্তি করার সাহস সে কোথা থেকে পেয়েছে? এর সুষ্ঠু বিচার না হলে ইসলামি তৌহিদী জনতা নিজস্ব ব্যবস্থা নিতে বাধ্য হবে। স্থানীয় সুমন কর্মকার বলেন, বাঁধন গরিব পরিবারের ছেলে। সে ফেসবুক ব্যবহার করলেও বিষয়টি কিভাবে ঘটেছে তা তদন্তেই বের হবে। আমরা এলাকায় দীর্ঘদিন হিন্দু–মুসলিম সহাবস্থানে বসবাস করি—এই পরিবেশ নষ্ট হওয়া উচিত নয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াও ঠিক নয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগেই অভিযুক্তকে আটক করা হয়েছে। বাঁধন ইসকনের সদস্য কি না—তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় মাওলানা মাহাদী হাসান বাদী হয়ে অভিযোগ করলে সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। শনিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
