|
খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের নির্বাচন গণতান্ত্রিক চর্চার নতুন দৃষ্টান্ত
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের নির্বাচন গণতান্ত্রিক চর্চার নতুন দৃষ্টান্ত এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী এবং কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। তবে সেক্রেটারি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. আব্দুল মজিদ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট বেদারুল ইসলাম বলেন, “স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা গণতান্ত্রিক চর্চার উৎকৃষ্ট উদাহরণ তৈরি করছেন। আমরা সুষ্ঠুভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।” নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা। তিনি বিশেষ সাধারণ সভা (OGM) এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মোশাররফ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট বেদারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আসাদ উল্লাহসহ অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। নির্বাচনকে ঘিরে সদস্যদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে—খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট শুধু মানবিক সেবার ক্ষেত্রেই নয়, বরং সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের নতুন মানদণ্ড স্থাপনের দিকেও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
